Posted inBlogging Tips

ব্লগার গুরুত্বপূর্ণ এসইও সেটিংস ২০২৩, Blogger Blogspot SEO Settings 2023

ব্লগার ওয়েবসাইট তৈরি করার পর গুগল সার্চ ইঞ্জিনে ওয়েবসাইটকে র‌্যাংক করানোর জন্য বা সার্চ করলে যেন ওয়েবসাইট টি সার্চে চলে আসে সে জন্য ব্লগার ওয়েবসাইটের সেটিংস এ কিছু গুরুত্বপূর্ণ এসইও করে নিতে হয়। এই এসইওকে টেকনিকেল এসইও বলতে পারি। যারা সদ্য ব্লগিং শুরু করেছেন তারা এই সেটিংস গুলো নিয়ে বেশ চিন্তার মধ্যে থাকেন।

নতুন ওয়েবসাইট তৈরি করার পরই সাথে সাথে গুগলে সার্চ করলে ওয়েবসাইট খুজে পাওয়া যায় না। আমি যখন নতুন ওয়েবসাইট তৈরি করেছিলাম তখন গুগলে সার্চ দিয়ে ওয়েবসাইট খুজে পাইনি। পরবর্তীতে ব্লগার সেটিংস থেকে কিছু টেকনিকেল এসইও করে নিয়েছি। তারপর থেকে গুগলে ওয়েবসাইটকে খুজে পাওয়া যাচ্ছে। ব্লগার এ অনেক গুলো সেটিংস রয়েছে কিছু বেশি গুরুত্বপূর্ণ কিছু কম গুরুত্ব পূর্ণ।

তবে ব্লগার সেটিংস এ শুধু কয়েকটি সেটিংস ঠিক করলেই সার্চ লিস্টে ওয়েবসাইট খুজে পাওয়া যাবে। তবে আজকের আর্টিকেলে আমি আপনাদেরকে ব্লগার সেটিংস এর মোটামোটি সকল এসইও সেটিংস নিয়ে আলোচনা করবো। কোথায় কিভাবে কি লিখবেন কোনটা সিলেক্ট করবেন ইত্যাদি।

Read More – মেয়েদের জন্য কোন ফেসওয়াশ সবচেয়ে ভালো

ব্লগিং কি? ব্লগিং করে কত টাকা আয় করা যায়

ভোটার স্লিপ দিয়ে আইডি কার্ড ডাউনলোড

ট্রেড লাইসেন্স করার নিয়ম

ই পাসপোর্ট চেক করার নিয়ম

মাতৃত্বকালীন ভাতা অনলাইন আবেদন ২০২৩

ব্লগার গুরুত্বপূর্ণ এসইও সেটিংস টিপস ২০২৩, Blogger Blogspot SEO Settings 2023
ব্লগার গুরুত্বপূর্ণ এসইও সেটিংস টিপস ২০২৩

Table of Contents

ব্লগার বেসিক এসইও সেটিংস: টাইটেল তৈরি

ব্লগার.কম এর ড্যাসবোর্ড থেকে সেটিংস অপশনে গেলে ব্লগার বেসিক সেটিংস অপশন খুজে পাবেন। সেখানে প্রথমেই একটি আকর্ষণীয় ব্লগ টাইটেল লিখতে হবে। আপনার ওয়েবসাইটের নাম যেটা হবে সেটাই আপনার ব্লগের টাইটেল হবে অর্থাৎ আপনি যেই নামে ডোমেইন রেজিষ্ট্রেশন করেছেন সেই নামে ব্লগে টাইটেল তৈরি করবেন। যেমন আমাদের ওয়েবসাইট হচ্ছে ProvatiTech.com তাই আমাদের ওয়েবসাইটের টাইটেল দিয়েছি (Provati Tech – প্রভাতি টেক)। 

আপনার ব্লগটি যদি বাংলা ব্লগ হয়ে থাকে তাহলে ইংরেজি নামের পাশাপাশি বাংলা নাম লিখে দিবেন। এতে যখন আপনার ব্লগ পরিচিত হয়ে যাবে তখন অনেক ভিজিটর বাংলাতে সার্চ করবে। ব্লগের টাইটেল সর্বোচ্চ ১০০ ক্যারেক্টার ব্যবহার করতে পারবেন। ব্লগ ওয়েবসাইটের টাইটেল বিভিন্ন নিয়মে দেওয়া যায়। যেমন-

See also  ব্লগিং কি? ব্লগিং করে কত টাকা আয় করা যায়, ব্লগিং কিভাবে শিখব ২০২৩

  • Provati Tech – প্রভাতি টেক
  • Provati Tech – Bangla Tech Blog
  • Provati Tech – বাংলাদেশের সেরা টেক ব্লগ
  • Provati Tech – প্রভাতি টেক – বাংলা টেক ব্লগ
  • Provati Tech – প্রভাতি টেক – সেরা অনলাইন টেক, ক্যারিয়ার, চাকরি, ব্যবসা বিষয়ক ব্লগ

উপরে কয়েকটি উদাহরণ দিয়েছি। তবে ব্লগ টাইটেল একবারে বেশি বড় করবেন না। এই নিয়মে আপনি ব্লগের টাইটেল দিতে পারবেন। ব্লগের ডোমেইন ক্রয় করার সময়ও এসইও ফ্রেন্ডলী ডোমেইন ক্রয়ের চেষ্টা করবেন তবে অন্য ওয়েবসাইটের সাথে তাল মিলিয়ে নয়।

ব্লগার এসইও সেটিংস: ডেসক্রিপশন লেখার নিয়ম

ব্লগার এসইও সেটিংস এর গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে ডেসক্রিপশন লেখা। টাইটেল লেখা হয়ে গেলে এবার সুন্দর ও আকর্ষণীয় একটি ডেসক্রিপশন লিখুন। ডেসক্রিপশন লেখার ধরণ অনুসারে গুগল আপনার ওয়েবসাইটের বিষয়বস্তু সম্পর্কে অবগত হবে এবং সেই অনুযায়ী সার্চ ফলাফলে আপনার ব্লগার ওয়েবসাইটকে নিয়ে আসবে।

ডেসক্রিপশন লেখার নিয়ম হলো প্রথমে ওয়েবসাইটের টাইটেল টি লিখবেন এর পর কমা (,) দিয়ে ওয়েবসাইটে যেই যেই বিষয়ে ব্লগ পোস্ট বা আর্টিকেল লিখবেন সেই বিষয়ের আলোকে সাজিয়ে একটি ডেসক্রিপশন লিখবেন। প্রভাতিটেক.কম (ProvatiTech.com) ওয়েবসাইটের ডেসক্রিপশন যেভাবে লেখা হয়েছে তা হলো:

Provati Tech – প্রভাতি টেক, টেক টিপস, ব্লগিং, সরকারি সেবা, সরকারি চাকরি, ভূমি সেবা, স্টাডি টিপস, উদ্যোক্তা, ব্যবসা, ক্যারিয়ার, মার্কেটিং, লাইফস্টাইল, বাজার মূল্য, হেলথ টিপস ইত্যাদি

ব্লগার বেসিক এসইও সেটিংস: Blog language

আপনার ব্লগ যদি ইংরেজি ভাষায় হয়ে থাকে তাহলে ইংরেজি ডিফল্টভাবে দেওয়া থাকবে। আর যদি ব্লগটি বাংলা ভাষায় হয়ে থাকে তাহলে বাংলা সিলেক্ট করতে পারেন অথবা ইংরেজি রাখলেও কোনো সমস্যা নেই। বাংলা সিলেক্ট করলে আপনার ব্লগে বাংলা দিক নির্দেশনা ইত্যাদি দেখাবে

ব্লগার বেসিক এসইও সেটিংস: Adult content

এই অপশন টি বন্ধ করে রাখবেন। এটি চালু করলে কেউ যখন আপনার ওয়েবসাইটে প্রবেশ করবে তাকে একটা সতর্কতা মূলক বার্তা দেখাবে এবং সে রাজি থাকলে তারপর তাকে ওয়েবসাইটে প্রবেশ করানো হবে। তাই এটি অন করবেন না এবং ওয়েবসাইটে সবসময় ভালো কন্টেন্ট পাবলিশ করবেন।

ব্লগার এসইও সেটিংস: Google Analytics Measurement ID

ওয়েবসাইটকে গুগল এনালাইটিক্স এর সাথে যুক্ত করে নিবেন। গুগল এনালাইটিক্স এর সাথে ওয়েবসাইটকে কানেক্ট করলে আপনার ওয়েবসাইটের সকল স্ট্যাটাস দেখতে পারবেন। যেমন- আপনার ওয়েবসাইটে এখন কতজন ভিজিটর আছে। গত ৩০ মিনিটে কত জন ভিজিটর আসছে। 

কতজন ভিজিটর মোবাইল দিয়ে আপনার ওয়েবসাইট ব্রাউজ করছে এবং কতজন ডেস্কটপ দিয়ে ব্রাউজ করছে এবং কতজন ট্যাব দিয়ে ভিজিট করছে। কোন কোন দেশ থেকে কতজন ভিজিটর আসছে। কোন কোন জেলা থেকে ভিজিটর লাইভে আছে। টোটাল ভিজিটর কত ইত্যাদি সকল তথ্য গুগল এনালাইটিক্স থেকে দেখতে পারবেন

See also  আর্টিকেল লেখার নিয়ম, ইউনিক ও এসইও ফ্রেন্ডলি আর্টিকেল লেখার নিয়ম

ব্লগার বেসিক এসইও সেটিংস: Favicon ফেবিকন যুক্ত করা

ফেবিকন Favicon হচ্ছে ওয়েবসাটে প্রবেশ করার সময় উপরের দিকে টাইটেল এর বামে ছোট একটি লোগো। ফেবিকন অপশনে ক্লিক করে একটি স্কয়ার সাইজের ১০০ কেবির ভিতরে একটি ছোট লোগো আপলোড করুন। এতে আপনার ওয়েবসাইট আকর্ষণীয় ও সুন্দর দেখাবে।

ব্লগার এসইও সেটিংস: Privacy – Visible to search engines

ব্লগার এসইও সেটিংস এর গুরু বলা যেতে পারে এটাকে। কারণ আপনার প্রাইভেসি সেটিংস (Privacy) এ গিয়ে Visible to search engines অপশন টি অবশ্যই অন করে রাখতে হবে নয়তো কেউ আপনার ওয়েবসাইট সার্চ ইঞ্জিনে খুজে পাবে না।

ব্লগার এসইও সেটিংস: Publishing- Custom Domain

আপনার ওয়েবসাইটে যদি কাস্টম ডোমেইন যুক্ত করে থাকেন তাহলে Redirect domain অপশনটি চালু করে রাখুন। তাহলে সরাসারি ডোমেইন দিয়ে আপনার ওয়েবসাইটে ভিজিট করা যাবে।

ব্লগার এসইও সেটিংস: HTTPS availability and HTTPS redirect

একটি ওয়েবসাইটের গ্রহনযোগ্যতা তখনই তৈরি হয় যখন ওয়েবসাইট ইউআরএল http থেকে https এ পরিনত হয়। ব্লগার সেটিংস থেকে এই দুইটি অপশন সবসময় চালু করে রাখবেন। 

ব্লগার এসইও সেটিংস: Permissions, Blog Admin, Reader Access

আপনি যদি আপনার ব্লগে আরও লেখক যোগ করতে চান তাহলে Invite more authors অপশন থেকে আরও লেখক ও এডমিন যোগ করতে পারবেন। আর Reader Access অপশনটি ডিফল্ট ভাবে চালু থাকবে। এগুলোতে কিছু করার দরকার নাই। 

এর পরে পোস্ট অপশন রয়েছে যেখান থেকে আপনি আপনার ওয়েবসাইটের হোম পেজে কয়টি পোস্ট দেখাতে চান সেটা সিলেক্ট করে দিতে পারবেন। এটা আপনার পছন্দ অনুযায়ী ৭ টা ১০ টা দিতে পারেন।

ব্লগার বেসিক সেটিংস: Formatting, Time zone

এখানে সাধারণত অন্য দেশের একটি টাইম ফরমেট সিলেক্ট করা থাকে। এখান থেকে আপনি বাংলাদেশি টাইম জোন অর্থাৎ (GMT+06:00) Bangladesh Standard Time – Dhaka এটি সিলেক্ট করে দিবেন। এরপর আর কিছু করার দরকার নেই বাকিগুলো যেভাবে আছে সেভাবে থাকলেই হবে।

ব্লগার গুরুত্বপূর্ণ এসইও সেটিংস: Meta Tag- Search Description

ব্লগার সেটিংস এর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সেটিংস হচ্ছে মেটা ট্যাগ অপশন চালু করা। কেউ যখন গুগল বা অন্য সার্চ ইঞ্জিনে কিছু সার্চ করে তখন এই সার্চ অংশ থেকে কিওয়ার্ড নিয়ে গুগল সার্চ প্রদর্শণ করায় এছাড়া এটার বড় একটা সুবিধা হচ্ছে এটা চালু প্রত্যেক পোস্টে আর্টিকেল লেখার সময় কাস্টম সার্চ ডেসক্রিপশন লেখার অপশন চালু হয়। সার্চ ডেসক্রিপশন সর্বোচ্চ ১৫০ ক্যারেক্টার এর ভিতরে লিখতে হবে।

ব্লগার সেটিংস থেকে মাঝখানের দিকে Meta Tag নামে যেই অপশনটি রয়েছে সেটি প্রথমে চালু করুন। এরপর সার্চ ডেসক্রিপশন অংশে আপনার ওয়েবসাইট সম্পর্কে কিছু লিখে দিন। প্রভাতিটেক.কম (ProvatiTech.com) ওয়েবসাইটের সার্চ ডেসক্রিপশনে যা লেখা রয়েছে সেটি হলো:

Provati Tech – প্রভাতি টেক, Tech Tips, Blogging, Sorkari Seba, Study Tips, Business, Career, Marketing, Lifestyle, Health Tips etc

ব্লগার গুরুত্বপূর্ণ এসইও সেটিংস: Crawlers and indexing

আপনার ওয়েবসাইট এবং সবগুলো পোস্ট গুগল সার্চ ইঞ্জিনে র‌্যাংক করানোর জন্য অবশ্যই এই সেটিংস চালু করতে হবে এবং নিয়ম অনুযায়ী সকল কিছু সেটআপ করতে হবে। প্রথমে Enable custom robots.txt চালু করতে হবে। তারপর ব্লগার সাইটম্যাপ জেনারেটর এর মাধ্যমে একটি সাইটম্যাপ জেনারেট করতে হবে। সেটি করার জন্য Blogger XML Sitemaps লিংকে ভিজিট করুন এবং আপনার ওয়েবসাইটের এড্রেস টাইপ করে Generate XML Sitemap এ ক্লিক করুন। এর পর নিচের মত এমন একটি ফলাফল আসবে।

# Blogger Sitemap created on Thu, 22 Jun 2023 06:08:35 GMT
# Sitemap built with https://www.labnol.org/blogger/sitemap

User-agent: *
Disallow: /search
Allow: /
Sitemap: https://www.example.com/atom.xml?redirect=false&start-index=1&max-results=500

এই অংশ থেকে শুধু বোল্ড (Bold) করা অংশটুকু কপি করে আপনার ব্লগার সেটিংস এর Custom robots.txt অপশনে পেস্ট করে সেভ করে দিবেন।

See also  অন পেজ এসইও কিভাবে করবো ২০২৩ গাইডলাইন, ON Page SEO 2023 Tips Bangla

ব্লগার গুরুত্বপূর্ণ SEO টিপস : Custom robots header tags

ব্লগার সেটিংস থেকে এই অপশনটি অবশই চালু করে নিয়মমত এটি সেটআপ করে নিবেন। এখানে গুগলের রোবট সিস্টেম আপনার ওয়েবসােইটের বিভিন্ন অংশ যেমন হোম পেজ ট্যাগ, সার্চ পেজ ট্যাগ, পোস্ট পেজ ট্যাগ ইত্যাদি অপশন সঠিক নিয়ে ক্রল করবে এবং সেগুলো ইনডেক্স করবে তাই এই গুরুত্বপূর্ণ সেটিংস সঠিকভাবে সেটআপ করুন

সবগুলো নিয়ম চিত্রের মাধ্যমে এবং বিস্তারিত লিখে দেওয়া হলো

ব্লগার গুরুত্বপূর্ণ SEO সেটিংস ও টিপস Enable Custom robots header tags
ব্লগার গুরুত্বপূর্ণ SEO টিপস : Custom robots header tags

1. Custom robot tags for home page

Home page tags এর উপর ক্লিক করুন এবং all চালু করুন এবং noodp চালু করুন। বাকিগুলো বন্ধ থাকবে।

2. Custom robot tags for archive and search pages

archive and search page tags এর উপর ক্লিক করুন তারপর noindex এবং noodp চালু করে দিন। বাকি গুলো অফ থাকবে

3. Custom robot tags for posts and pages

Post and page tags এর উপর ক্লিক করুন এবং all চালু করুন এবং noodp চালু করুন। বাকিগুলো বন্ধ থাকবে।

ব্লগার গুরুত্বপূর্ণ SEO সেটিংস: Google Search Console

ব্লগার এসইও এর অন্যতম গুরুত্বপূর্ণ একটি অংশ হচ্ছে Google Search Console এ ওয়েবসাইটকে সাবমিট করা। গুগল সার্চ কনসোলে ওয়েবসাইটকে সাবমিট করে xml সাইটম্যাপ সাবমিট করতে হয়। এরপর গুগল সেই ওয়েবসাইটকে এবং ওয়েবসাইটের সকল পোস্টকে ইনডেক্স করে নেয়। কিছু পোস্ট অটো ইনডেক্স হয় না। সেগুলোকে ইনডেক্স রিকোয়েস্ট দিয়ে ইনডেক্স করাতে হয়।

গুগল সার্চ কনসোলে ওয়েবসাইট সাবমিট করার নিয়ম জেনে Google Search Console এ ওয়েবসাইটকে সাবমিট করুন। xml sitemap সাবমিট করার পূর্বে অবশ্যই আপনার ওয়েবসাইটে ৪-৫ টা পোস্ট করে নিবেন। অন্যথায় সাইটম্যাপ এরর চলে আসতে পারে। এরপর ওয়েবসাইট ও পোস্ট ইনডেক্স হওয়ার পর থেকে ওয়েবসাইট ও পোস্ট গুগলে সার্চে খুজে পাওয়া যাবে।

গুগল সার্চ কোনসল থেকে আপনার ওয়েবসাইটের স্ট্যাটাস দেখতে পারবেন। প্রতিদিন কতজন আপনার ওয়েবসাইটে গুগল থেকে ভিজিট করেছে। এবং আপনার পোস্ট কত নাম্বার পজিশনে আছে। কোন পোস্ট কত তারিখে কতজন দেখেছে ইত্যাদি সকল তথ্য দেখতে পারবেন।

ব্লগার বেসিক সেটিংস: General – Bogger User Profile

সর্বশেষ নিচের দিকে ব্লগার ইউজার প্রফাইল অপশন থেকে আপনার প্রফাইলের তথ্য ও প্রফাইল ছবি আপডেট করে সাজিয়ে নিবেন। এবং এই অপশনটি যদি চালু করেন তাহলে আপনার ব্লগের প্রত্যেকটি পোস্ট এর নিচে আপনার নাম দেখাবে এবং এর ভিতরে যদি আপনার সম্পর্কে Introduction লিখে দেন তাহলে সেটাও পোস্ট এর নিচে দেখাবে।

এছাড়াও ব্লগে পোস্ট করার সময় অনপেজ এসইও করতে হয় যেটা পোস্ট র‌্যাংক করানোর জন্য খুবই গুরত্বপূর্ণ

পরিশেষে

এই ছিল আজকের ব্লগার গুরুত্বপূর্ণ এসইও সেটিংস ও টিপস। আশা করি উক্ত নিয়মে আপনি আপনার ব্লগার ওয়েবসাইটকে সেটআপ করে নিবেন। এতে করে আপনার ওয়েবসাইট গুগল সার্চ র‌্যাংক করতে সহায়তা করবে এবং আপনার ওয়েবসাইট টি টেকনিকেল এসইও ফ্রেন্ডলী হবে। পরবর্তীতে পোস্ট করার সময় এগুলো গুগলে ইনডেক্স করতে এবং র‌্যাংক করতে সহযোগিতা করবে। ব্লগিং ক্যারিয়ারে সফলতা পেতে এই সেটিংসগুলো অন করে নিবেন।