মেডিকেল রিপোর্ট চেক medical report check করার নিয়ম ও মালয়েশিয়া মেডিকেল রিপোর্ট চেক করার নিয়ম সম্পর্কে আজকের আর্টিকেল থেকে আপনার বিস্তারিত জানতে পারবেন। মেডিকেল রিপোর্ট সমসবময় অফিসিয়াল ওয়েবসাইট থেকে চেক করবেন। বিদেশ যেতে হলে আপনাকে অবশ্যই মেডিকেল রিপোর্ট চেক করার প্রয়োজন হবে।
Read More -
জমি ক্রয়ের পূর্বে ক্রেতার করণীয়
ঠিকানা রিসোর্ট, ঠিকানা রিসোর্ট খরচ, ঠিকানা রিসোর্ট কোথায়,
ব্যাকলিংক কি, কিভাবে ব্যাকলিংক তৈরি করবেন
মেয়েদের জন্য কোন ফেসওয়াশ সবচেয়ে ভালো
ব্লগিং কি? ব্লগিং করে কত টাকা আয় করা যায়
ভাওয়াল রিসোর্ট খরচ, ভাওয়াল রিসোর্ট এন্ড স্পা
ভোটার স্লিপ দিয়ে আইডি কার্ড ডাউনলোড
{tocify} $title={Table of Contents}
মেডিকেল রিপোর্ট কি
মেডিকেল বা স্বাস্থ্য পরীক্ষা করানোর পর যেই রিপোর্ট পাওয়া যায় সেটাই মেডিকেল রিপোর্ট। শরীরের বিভিন্ন অংশ, সেগুলোতে কোনো রোগ বালাই আছে কিনা ইত্যাদি পরীক্ষা করা হয়। ভিসা পাওয়ার জন্য মেডিকেল করাতে হবে। সেই মেডিকেল রিপোর্ট ফিট হলে তবেই আপনি বিদেশ ভ্রমন করতে পারবেন।
বিদেশ যাওয়ার জন্য যেসব স্বাস্থ্য পরীক্ষা যেমন- শরীরের বিভিন্ন অংশ, নাক, কান গলা ইত্যাদি চেকআপ করা হয়। সেগুলো পরীক্ষা করার পর রিপোর্ট তৈরি হয়। সেই রিপোর্ট ফিট হলে তবেই আপনি বিদেশ ভ্রমন করতে পারবেন।
পাসপোর্ট মেডিকেল রিপোর্ট চেক অনলাইন
পাসপোর্ট মেডিকেল রিপোর্ট চেক অনলাইন অর্থাৎ বাংলাদেশের মেডিকেল রিপোর্ট পাসপোর্ট নাম্বার দিয়ে চেক। আপনারা যখন বিদেশ যাওয়ার জন্য প্রস্তুত হবেন তখনই আপনাদেরকে একটি স্বাস্থ্য পরীক্ষা করাতে হবে। মেডিকেল রিপোর্ট চেক করার জন্য সংশ্লিষ্ট মেডিকেল সেন্টার এর ওয়েবসাইট রয়েছে।
অথবা আপনি যেই দেশে ভ্রমন করবেন সেই দেশের নির্দিষ্ট ওয়েবসাইট রয়েছে সেখান থেকে মেডিকেল রিপোর্ট চেক করতে পারবেন। আপনি যেই দেশে যেতে চান সেই দেশের ইমিগ্রেশন এর নির্দিষ্ট ওয়েবসাইট রয়েছে সেখান থেকেই তথ্য পেয়ে যাবেন। এছাড়াও গামকা মেডিকেল রিপোর্ট একই নিয়মে চেক করতে পারবেন।
![]() | |
|
পাসপোর্ট নাম্বার দিয়ে মেডিকেল রিপোর্ট চেক
passport medical report check online পাসপোর্ট নাম্বার দিয়ে মেডিকেল রিপোর্ট চেক করতে ওয়াফিদ এর ওয়েবসাইটে প্রবেশ করে Passport Number অথবা Wafid Slip Number দিয়ে চেক করলেই আপনি মেডিকেল রিপোর্ট এর তথ্য পেয়ে যাবেন।
মেডিকেল রিপোর্ট চেক লিংক : https://wafid.com/medical-status-search/
প্রথমে এই লিংকে ভিজিট করুন। তারপর আপনার সামনে এমন একটি ইন্টারফেস শো করবে। এরপর নিচের ধাপগুলো অনুসরণ করুন
![]() |
পাসপোর্ট নাম্বার দিয়ে মেডিকেল রিপোর্ট চেক, passport medical report check online |
- By Passport Number এখানে টিক মার্ক দিন
- যদি ওয়াফিদ এর স্লিপ নাম্বার থাকে তাহলে সেটি সিলেক্ট করুন
- পরের অংশে পাসপোর্ট নম্বর লিখুন
- এর পরে আপনার জাতীয়তা সিলেক্ট করুন
- ক্যাপচা পূরণ করুন
এরপর চেক বাটনে ক্লিক করলেই আপনার মেডিকেল রিপোর্ট এর তথ্য দেখতে পারবেন। এখানে আপনার যেই ডকুমেন্ট আসবে সেটার কোনায় ফিট (FIT) লেখা থাকলে মেডিকেল রিপোর্ট ফিট হয়েছে। অথবা সেখানে আনফিট দেখা থাকবে।
মেডিকেল রিপোর্ট চেক সৌদি
মেডিকেল রিপোর্ট চেক সৌদি medical report check saudi অর্থাৎ সৌদি আরবের মেডিকেল রিপোর্ট চেক করার নিয়ম ও অন্যান্য মেডিকেল রিপোর্ট চেক করার নিয়ম একই যা উপরে বর্ণনা করা হয়েছে। ওয়াফিদ এর ওয়েবসাইটে প্রবেশ করে পাসপোর্ট নাম্বার ও জাতিয়তা সিলেক্ট করে চেক বাটনে ক্লিক করলেই মেডিকেল রিপোর্ট এর তথ্য দেখাবে। তবে মালয়েশিয়া মেডিকেল রিপোর্ট চেক করার আলাদা নিয়ম যেটি এখনই আলোচনা করা হবে।
মালয়েশিয়া মেডিকেল রিপোর্ট চেক
মালয়েশিয়ার মেডিকেল রিপোর্ট চেক malaysia medical report check করার জন্য ই সার্ভিস আইএমআই এর ওয়েবসাইট রয়েছে সেখান থেকে মালয়েশিয়ার মেডিকেল রিপোর্ট চেক করতে পারবেন।
মালয়েশিয়ার মেডিকেল রিপোর্ট চেক করতে ভিজিট করুন https://eservices.imi.gov.my/myimms/FomemaStatus
![]() |
মালয়েশিয়া মেডিকেল রিপোর্ট চেক, Malaysia medical report check |
এখানে লাল দাগ দেওয়া চিহ্নিত অংশে আপনার পাসপোর্ট নাম্বার এবং এর নিচে আপনার জাতীয়তা বাংলাদেশি সিলেক্ট করুন তারপর Carian বাটনে ক্লিক করলেই আপনার মেডিকেল এর তথ্য দেখতে পারবেন।
অথবা এর পাশেই নীল দাগ দেওয়া অংশ থেকে আপনার নাম ও জাতীয়তা সিলেক্ট করে মেডিকেল রিপোর্ট এর তথ্য দেখতে পারবেন। বাংলাদেশ থেকে উপরোক্ত দুই নিয়মে মেডিকেল রিপোর্ট চেক করতে পারবেন। সৌদি সহ অন্যান্য দেশের মেডিকেল রিপোর্ট ওয়াফিদ থেকে এবং মালয়েশিয়ার মেডিকেল রিপোর্ট মালয়েশিয়ার নির্দিষ্ট ইমিগ্রেশন ওয়েবসাইট থেকে চেক করে নিতে পারবেন।
মেডিকেল রিপোর্ট আনফিট হলে করণীয়
মেডিকেল রিপোর্ট বিভিন্ন স্বাস্থ্য জনিত সমস্যার কারনে আনফিট হয়ে থাকে। যেসব কারনে মেডিকেল রিপোর্ট আনফিট হয়ে থাকে সেগুলো হলো
- এইচআইভি
- হার্টের সমস্যা
- জন্ডিস
- ক্যান্সার
- ভাইরাস জনিত সমস্যা
- করোনা
- শ্বাসকষ্ট
- চর্মরোগ জনিত সমস্যা
মেডিকেল রিপোর্ট ফিট হলে সংশ্লিস্ট মেডিকেল সেন্টারে যোগাযোগ করবেন। অনেক সময় অনাকাঙ্খিত ভূলবশত মেডিকেল রিপোর্ট আনফিট চলে আসতে পারে। তাই সংশ্লিষ্ট হাসপাতাল থেকে পূনরায় চেকআপ করার ব্যবস্থা গ্রহণ করবেন।
উপরোক্ত দুইটি নিয়ম ছাড়াও মেডিকেল রিপোর্ট চেক করা যায়। আপনি যেই মেডিকেল সেন্টার থেকে মেডিকেল পরীক্ষা করিয়েছেন সেই মেডিকেল সেন্টার এর ওয়েবসাইট থেকে মেডিকেল রিপোর্ট বের করার পদ্ধতি রয়েছে। তবে সব মেডিকেল সেন্টারে এই নিয়মে বের করতে পারবেন না।
মেডিকেল রিপোর্ট এর মেয়াদ কতদিন থাকে
মেডিকেল টেস্ট কোথায় করানো হয়
মেডিকেল টেস্ট কোথায় করানো হয় এটা নিয়ে অনেকেই জানতে চান। বাংলাদেশে অনেক বৈধ হাসপাতাল রয়েছে যেগুলোতে বিদেশগামীদের মেডিকেল পরীক্ষা ও রিপোর্ট প্রদান করা হয়।
- অ্যাডভান্স হেলথ কেয়ার কে-৪০/২/এ, জগন্নাথপুর, প্রগতি সরনি, ভাটারা ঢাকা-১২২৯ +৮৮০১৯৫৮৩২৩২০০
- আল আরউবা মেডিকেল সার্ভিসেস P.Ltd ফার্স্ট ফ্লোর, 28 পুরানা পল্টন ঢাকা 1000 সাউথ ডিসি ট্রাফিক সদর দপ্তরের কাছে, রাজজাক টাওয়ারের বিপরীতে। +8802226638443
- আল হায়াত মেডিকেল সেন্টার 304, তেজগাঁও বাণিজ্যিক এলাকা, ভূঁইয়া শিকদার টাওয়ার, নিচতলা, ঢাকা 1208 – বাংলাদেশ। ফোন: +8802889127,+88028891286, +8801733777799, +88028891287
- আল জামি ডায়াগনস্টিক সেন্টার 87-পুরানা পল্টন লেন, পল্টন টাওয়ার, ৩য় তলা ঢাকা, +8801817696418
- আল মাশহুর ডায়াগনস্টিক সার্ভিসেস খ-১৯৪, ইদ্রিস পয়েন্ট (২য় তলা), প্রগতি সরণি, মধ্য বাড্ডা, ঢাকা +৮৮০১৮৯৪৯৬৫৮৭১
- আল মুবাশ্বের মেডিকেল ডায়াগনস্টিক সার্ভিসেস পদ্মা লাইফ টাওয়ার, 115 কাজী নজরুল ইসলাম এভিনিউ (১ম তলা) বাংলা মোটর ঢাকা-1000, +88029347583
- আল-বাহা মেডিকেল সেন্টার 335/বি তেজগাঁও শিল্প এলাকা, তেজগাঁও, ঢাকা-1208 +8802226603102
- আলবুস্তান মেডিকেল সেন্টার ৪র্থ তলা, ২৭ শপ্তক স্কয়ার, প্লট নং-৩৮০ (পুরাতন) ২ (নতুন), রোড নং- ২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা-১২০৮, বাংলাদেশ +৮৮০১৯৩২৩৮৬১৫৯
- আল-হুমাইরা হেলথ সেন্টার লিমিটেড হাউস # ০৬ (১ম ও ২য় তলা), রোড # ২/বি, ব্লক # জে বারিধারা, ভাটারা, ঢাকা — +০২২২২২৯৪৫৩২
- আলিফ-লাম-মিম হেলথ সার্ভিসেস লিমিটেড নূর টাওয়ার, 110 বীর উত্তম সিআর দত্ত রোড, (৩য় তলা) কলাবাগান, ঢাকা +8801819295135
- অ্যালাইড ডায়াগনস্টিকস লিমিটেড এসএআর ভবন (১ম ও ২য় তলা), কা-৭৮, প্রগতি সরণি, কুড়িল, ভাটারা, ঢাকা ১২২৯। +৮৮০২৮৪১১৪৬১২
- আল-মদিনা মেডিকেল সার্ভিসেস KA-43/6, জগন্নাথপুর, প্রগতি সরণি ভাটারা, ঢাকা, বাংলাদেশ 8801999939473
- আল-নাহদা মেডিকেল সেন্টার 147 গ্রিন রোড, ইজাব রাবেয়া হেরিটেজ (১ম তলা) পান্থপথ সিগন্যালের কাছে, ফোন +880248112032-33 — 8801730445711
- আল-রিয়াদ মেডিকেল চেক আপ 34, মাদানী এভিনিউ (২য় তলা), 100 ফুট রোড, ভাটারা, ঢাকা বাংলাদেশ +880255042105
- আলতাশখীস মারকাজ লিমিটেড 13/14 চিড়িয়াখানা রোড, মল্লিক টাওয়ার, মিরপুর-1, ঢাকা +02226622924
- আমির জাহান মেডিকেল সেন্টার অ্যাঙ্কর টাওয়ার 108 বীর উত্তম সি আর দত্ত রোড ঢাকা +8801714177881
- আনাস মেডিক্যাল সেন্টার মেহনাজ মুনসুর টাওয়ার, রোড-১৩০, বাড়ি-১১/এ গুলশান-১ +৮৮০১৭৯১৩৭৫৪৪৪
- অ্যারাবিয়ান মেডিকেল সেন্টার ১ম তলা, এন্টিক টাওয়ার, 1040 জাপানিজ স্কুল রোড, বারিধারা, ঢাকা বাংলাদেশ। +8802222294503
- বসুন্ধরা মেডিকেল সেন্টার 156, গ্রীন মাজেদা পার্ক (২য় তলা); শান্তি-নগর; ঢাকা-1217, 0088017626960
- চাঁদশী মেডিকেল সেন্টার প্লট-৪২, ব্লক-জে, প্রগতি সরণি, বারিধারা, ঢাকা-১২১২, বাংলাদেশ প্লট-৪২, ব্লক-জে, প্রগতি সরণি, বারিধারা ঢাকা ১২১২, বাংলাদেশ। +880258817559
- কনফিডেন্স মেডিকেল সেন্টার 191/1, তেজগাঁও-গুলশান লিংক রোড, তেজগাঁও সি/এ, ঢাকা-1208 +8801327203231
- ক্রিস্টাল ডায়াগনস্টিক লেভেল-5, H/N- 22, R/N-140, গুলশান-1, ঢাকা-1212, বাংলাদেশ। 8801716842844
- দাওয়া মেডিক্যাল সেন্টার ক-৪০/২/এ, জগন্নাথপুর, প্রগতি সরণি, ভাতারা, ঢাকা +৮৮০১৯৮৫৫৫৪১৩৩
- ঢাকা ক্রাউন মেডিকেল সেন্টার ফুজি টাওয়ার (১ম তলা), চ-৮৭/সি, উত্তর বাড্ডা, ঢাকা - বাংলাদেশ - ০০৮৮০২৮৮৩২২২৪
- এভারগ্রিন মেডিকেল সেন্টার দ্য ফ্ল্যামেনকো (২য় ও ৩য় তলা), ৩২ নিউ এয়ারপোর্ট রোড, তেজগাঁও +৮৮০১৯৩৩৮৬২১৯১
- ফেয়ারওয়েজ মেডিকেল সেন্টার ওয়ার্ল্ড বিজনেস সেন্টার, প্লট নং: 76/A, ৪র্থ তলা (উত্তর দিক), রোড-11, বনানী, ঢাকা-1213, বাংলাদেশ। +88 02 222296955
- গ্লোবাল মেডিকেয়ার ডায়াগনস্টিকস লিমিটেড H-82, (১ম তলা), বীর উত্তম জিয়াউর রহমান রোড, সি/এ, ঢাকা। +880248811529
- গ্রীন ক্রিসেন্ট হেলথ সার্ভিস হাউস # 60, পার্ক রোড, বারিধারা কূটনৈতিক অঞ্চল, ঢাকা 1212 - বাংলাদেশ +880258810486
- গাল্ফ মেডিকেল সেন্টার হাউস # 17 (প্রথম তলা), রোড # 17, ব্লক - ডি, বনানী, ঢাকা - 1213, বাংলাদেশ। +88-02 222276324
- গুলশান মেডিকেয়ার - ঢাকা 59, 61 গুলশান সাউথ এভিনিউ (৩য় তলা), লোটাস কামাল টাওয়ার 2, ঢাকা। +88029896213
- হেলথ কেয়ার সেন্টার প্লট নম্বর: 2544 মাদানী এভিনিউ (100 ফুট রোড) ভাটারা, ঢাকা-1212, বাংলাদেশ। +01762157991
- হেলথকেয়ার ডায়াগনস্টিক সেন্টার লিমিটেড 23/2, (2য় তলা), খিলজি রোড, ব্লক-বি, শ্যামলী, ঢাকা। +8801313785333
এছাড়াও বাংলাদেশে অন্যান্য আরোও অনেক মেডিকেল সেন্টার রয়েছে। সেগুলো শীগ্রই আপডেট করা হবে।
পরিশেষে
মেডিকেল রিপোর্ট চেক করার উপায় এবং বিদেশগামীদের মেডিকেল টেস্ট রিপোর্ট ও পদ্ধতি সম্পর্কে আপনার সবাই জানতে পেরেছেন আজকের আর্টিকেল এর মাধ্যমে। এছাড়াও কোথায় থেকে মেডিকেল টেস্ট করাবেন সেটি সম্পর্কেও বলেছি। কিভাবে মেডিকেল রিপোর্ট ও স্ট্যাটাস চেক করবেন আশা করি সাবই বুঝতে পেরেছেন। আর্টিকেলটি ভালো লাগবে আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন।