টিন সার্টিফিকেট রেজিস্ট্রেশন ও ডাউনলোড করার নিয়ম, TIN Registration - Incometax.gov.bd

টিন সার্টিফিকেট রেজিস্ট্রেশন অনলাইন e-TIN - TIN Registration - Incometax.gov.bd এই সম্পর্কে আজকের আর্টিকেল এর আলোচনা। টিন সার্টিফিকেট রেজিস্ট্রেশন থেকে শুরু করে ডাউনলোড ও কিছু গুরত্বপূর্ণ তথ্য ও প্রশ্নের উত্তর সম্পর্কে আপনারা বিস্তারিত জানতে পারবেন।

প্রিয় পাঠকবৃন্দ ই বাংলা টিপস এর আরো একটি নতুন পোস্টে আপনাদের সকলকে স্বাগতম। আপনারা যারা টিন সার্টিফিকেট রেজিস্ট্রেশন করতে চান আজকের এই পোস্টটি মূলত তাদের জন্যই। আজকের এই পোস্টে আমরা E-TIN certificate registration কিভাবে করবেন সেটা প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ নিয়ম আপনাদের মাঝে শেয়ার করব।

টিন সার্টিফিকেট রেজিস্ট্রেশন করার পরে কিভাবে সার্টিফিকেটটি ডাউনলোড করবেন সেই বিষয়ে আপনারা বিস্তারিত একটি ধারনা পেয়ে যাবেন। আপনারা যারা ই-টিন সার্টিফিকেট রেজিস্ট্রেশন এবং ডাউনলোড করতে চান তারা অবশ্যই আজকের সম্পূর্ণ  আর্টিকেলটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত পড়বেন।

Read More - ঠিকানা রিসোর্ট, ঠিকানা রিসোর্ট খরচ, ঠিকানা রিসোর্ট কোথায়,

ভাওয়াল রিসোর্ট খরচ, ভাওয়াল রিসোর্ট এন্ড স্পা

মেয়েদের জন্য কোন ফেসওয়াশ সবচেয়ে ভালো

ব্লগিং কি? ব্লগিং করে কত টাকা আয় করা যায়

ভোটার স্লিপ দিয়ে আইডি কার্ড ডাউনলোড

ট্রেড লাইসেন্স করার নিয়ম

টিন সার্টিফিকেট রেজিস্ট্রেশন ও ডাউনলোড করার নিয়ম, TIN Registration - Incometax.gov.bd
টিন সার্টিফিকেট রেজিস্ট্রেশন, e TIN Registration - Incometax.gov.bd 

{tocify} $title={Table of Contents}

ই-টিন সার্টিফিকেট কি, E-TIN certificate

টিন সার্টিফিকেট TIN certificate এর পূর্ণরূপ হচ্ছে Taxpair Identification Number মূলত সবারই কাজে লাগে চাকরির ক্ষেত্রে হোক বা অনলাইনে ফ্রিল্যান্সিং করার ক্ষেত্রে হোক না কেন ই-টিন সার্টিফিকেটের রেজিস্ট্রেশন করার প্রয়োজন পড়ে। আজকের এই পোস্টে আমরা E-TIN certificate নিয়ে বিস্তারিত আলোচনা করব। অনলাইন এর মাধ্যমে ই-টিন সার্টিফিকেট রেজিস্ট্রেশন সহ ডাউনলোড করার সম্পূর্ণ মাধ্যম।

টিন সার্টিফিকেট রেজিস্ট্রেশন করার নিয়ম

এই ই-টিন সার্টিফিকেট যখন আমাদের প্রয়োজন পড়ে তখন 200 থেকে 300 টাকা খরচ করে বাইরের দোকান থেকে এই ডাউনলোড করে নিতে হয়। কিন্তু এখন আর আপনাদের এত টাকা খরচ করে বাহিরে থেকে টিন সার্টিফিকেট রেজিস্ট্রেশন বা ডাউনলোড করার কোন প্রয়োজনই নেই।

আপনারা নিজেদের ঘরে বসেই খুব সহজেই এই সার্টিফিকেট ডাউনলোড করে নিতে পারবেন। অনলাইনে টিন সার্টিফিকেট রেজিস্ট্রেশন করার নিয়ম নিয়ে হাজির হয়েছি আমরা। চলুন তাহলে শিখে নেয়া যাক কিভাবে আপনারা নিজেদের ঘরে বসেই নিজের হাতের ফোন দিয়ে নিজেদের TIN certificate registration in online করে নিতে পারবেন।

টিন সার্টিফিকেট অনলাইন আবেদন, TIN certificate Online

TIN certificate registration টিন সার্টিফিকেট রেজিস্ট্রেশন করার নিয়ম সম্পর্কে এখন আলোচনা করবো। অনেকেই আছেন যারা জানে না যে অনলাইনে ই-টিন সার্টিফিকেট কয়েক মিনিটেই তৈরি করা যায়। তাদের জন্য আমরা অনলাইনে টিম সার্টিফিকেট তৈরি করার নিয়ম এবং ডাউনলোড করার সম্পূর্ণ নিয়ম নিচেই ব্যাখ্যা করেছি।

ই-টিন সার্টিফিকেট রেজিস্ট্রেশন করার জন্য সর্বপ্রথম আপনারা নিজেদের ফোনের গুগল এ সার্চ করবেন e-TIN certificate লিখে। আপনাদের সুবিধার্থে সাইটের লিংক এখানে দিয়ে দিয়েছি। আপনারা এই লিংকে ক্লিক করলে আপনাদের সরাসরি টিন সার্টিফিকেট এর অফিসিয়াল ওয়েবসাইটে নিয়ে যাবে।

টিন সার্টিফিকেট রেজিস্ট্রেশন ও ডাউনলোড করার নিয়ম, e-TIN - TIN Registration - Incometax.gov.bd
টিন সার্টিফিকেট রেজিস্ট্রেশন ও ডাউনলোড করার নিয়ম

এখানে হোম পেজ থেকে আপনারা Registration বাটনে ক্লিক করুন এরপর আপনাদেরকে রেজিস্ট্রেশন পেজে নিয়ে যাবে। ইতিপূর্বে একউন্ট করা থাকলে লগইন করতে হবে আর যদি একাউন্ট না থাকে তাহলে রেজিস্ট্রেশন করতে হবে।

টিন সার্টিফিকেট রেজিস্ট্রেশন ও ডাউনলোড করার নিয়ম, e-TIN - TIN Registration - Incometax.gov.bd
TIN Registration - Incometax.gov.bd 

তারপরে আপনাদের মাঝে এমন একটি পেজ ওপেন হবে। এইখানে আপনাদের এই খালি ঘরে যেসব জিনিস প্রয়োজন সেগুলো ফিলাপ করতে হবে। এখানে আপনাদের

  • User ID - প্রথমে আপনি একটা ইউজার আইডি দিবেন। ইউজার আইডি ৮ সংখ্যা হতে হবে এজন্য আপনি আপনার নাম সহ সাথে যে কোন কয়েকটি সংখ্যা দিয়ে দিবেন।
  • Password - আপনার একাউন্টে সুরক্ষিত রাখার জন্য একটি স্ট্রং পাসওয়ার্ড দিবেন।
  • Retype password - প্রথমে যে পাসওয়ার্ডটি দিয়েছেন পরে আবার সেই পাসওয়ার্ড হুবহু লিখে দিবেন।
  • Security question - একটা সিকিউরিটি প্রশ্ন দিবেন। প্রশ্নটি আপনার ইচ্ছামত যে কোন একটা দিতে পারেন।
  • Security answer - আপনি যে সিকিউরিটি প্রশ্ন দিবেন নিচেই আবার সেটার উত্তরও দিয়ে দিবেন। এর ফলে যদি আপনার কখনো আইডি হ্যাক হয় বা পাসওয়ার্ড ভুলে যান তাহলে খুব সহজেই ফিরে পাবেন।
  • Country - তারপরে আপনার দেশের নাম দিবেন।
  • Mobile number - তারপর আপনার মোবাইল নাম্বার।
  • Email address - ইমেইল এড্রেস এর জায়গায় আপনার একটি ইমেইল এড্রেস দিবেন।
  • Captcha - নিজেই দেখবেন একটি ক্যাপচা লেখা থাকবে ওটি বক্সে হুবহু লিখে দিবেন।
  • Registration - তারপরে রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করবেন

টিন সার্টিফিকেট রেজিস্ট্রেশন ও ডাউনলোড করার নিয়ম, e-TIN - TIN Registration - Incometax.gov.bd
TIN Registration - Incometax.gov.bd: কোড একটিভ করুন

Registration এ ক্লিক করার পরে আপনার সামনে এমন একটি পেজ ওপেন হবে। এইখানে আপনাকে ফাঁকা ঘরে আপনার নাম্বারে একটি কোড যাবে সে কোডটি বসাতে হবে। আপনি আগের পেজে টিন সার্টিফিকেট রেজিস্ট্রেশন করার জন্য আপনার যেই ফোন নাম্বার দিয়েছেন ওই ফোন নাম্বারে একটি কোড আসবে

টিন সার্টিফিকেট রেজিস্ট্রেশন ও ডাউনলোড করার নিয়ম, e-TIN - TIN Registration - Incometax.gov.bd
টিন সার্টিফিকেট রেজিস্ট্রেশন: আইডি ও পাসওয়ার্ড সংরক্ষণ করুন

আর পাশে যদি এমন বক্স টাইপের কিছু আসে তাহলে আপনি চাইলে আপনার পাসওয়ার্ড আপনি আপনার ক্রোম ব্রাউজারে সেভ করে রাখতে পারেন আর না চাইলে নাও রাখতে পারেন। তারপরে নিচেই Activate এ ক্লিক করে দিবেন।

টিন সার্টিফিকেট রেজিস্ট্রেশন ও ডাউনলোড করার নিয়ম, e-TIN - TIN Registration - Incometax.gov.bd
TIN Registration - Incometax.gov.bd: Tin Account Login

তারপর আপনাদের সামনে এমন পেজ আসলে আপনারা login বাটনে ক্লিক করবেন।

টিন সার্টিফিকেট রেজিস্ট্রেশন ও ডাউনলোড করার নিয়ম, e-TIN - TIN Registration - Incometax.gov.bd
টিন সার্টিফিকেট রেজিস্ট্রেশন: লগইন করুন

Login বাটনে ক্লিক করার পরে আপনাদের এমন পেজে নিয়ে আসবে। এখানে আপনারা আপনাদের user id এবং password দিয়ে লগইন করে নিবেন।

টিন সার্টিফিকেট রেজিস্ট্রেশন ও ডাউনলোড করার নিয়ম, e-TIN - TIN Registration - Incometax.gov.bd
টিন সার্টিফিকেট রেজিস্ট্রেশন: ক্লিক করুন এখানে

লগইন করার পর এমন পেজ আপনাদের সামনে আসবে। এই পেজের click here এ ক্লিক করবেন।

টিন সার্টিফিকেট রেজিস্ট্রেশন ও ডাউনলোড করার নিয়ম, e-TIN - TIN Registration - Incometax.gov.bd
টিন সার্টিফিকেট রেজিস্ট্রেশন

তারপরে আপনাদের সামনে আপনাদের সম্পূর্ণ তথ্য নেওয়ার জন্য এমন একটি পেজ ওপেন হবে। এখানে যে যে তথ্য চাচ্ছে সঠিকভাবে সেই সেই তথ্য দিয়ে ফর্মটি ফিলাপ করে নিবেন। এখানে আপনার যে বিষয়গুলো চাচ্ছে সেগুলো হল:-

  • করদাতার ধরন - এই ফাঁকা ঘরে ক্লিক করলে আপনাকে অনেকগুলো অপশন দেখাবে এর ভিতর আপনার যেটা সঠিক মনে হয় আপনার জন্য সে অপশনে ক্লিক করবেন। আর যদি আপনি বুঝতে না পারেন তাহলে আপনি এই Individual Bangladeshi অপশনে ক্লিক করতে পারেন।
  • b - এইটাই Individual Bangladeshi NID অপশনে ক্লিক করবেন।
  • রেজিস্ট্রেশন ধরন - New Registration
  • আয়ের উৎস - এই অপশনে আপনার আয়ের যেই উৎসটি অর্থাৎ যে মাধ্যমটি সেটি সিলেক্ট করে দিবেন।
  • Location of main source of income - এখানে আপনি আপনার ইনকাম সোর্সের লোকেশন দিবেন।
  • Business - এখানে আপনি বিজনেস টাইপ সিলেক্ট করবেন।
  • Location -  এই অপশনে আপনার উপজেলা জেলা সিলেট করে দিবেন।

সবকিছু সঠিক তথ্য দেওয়ার পরে আপনারা‌ Go to next এ ক্লিক করবেন।

টিন সার্টিফিকেট রেজিস্ট্রেশন ও ডাউনলোড করার নিয়ম, e-TIN - TIN Registration - Incometax.gov.bd
টিন সার্টিফিকেট রেজিস্ট্রেশন: Basic information

Go to next এ ক্লিক করলে এরপর আপনাদের সামনে এমন পেজ হাজির হবে এবং এখানে আপনাদের Basic Information গুলো দিতে হবে। এখানে যে ইনফরমেশন গুলো অর্থাৎ যে তথ্যগুলো দিবেন অবশ্যই আপনার NID / ভোটার আইডি কার্ড এর সাথে মিল রেখে ইনফরমেশন গুলো দিবেন। এখানে যে যে ইনফর্মেশন গুলা চাচ্ছে সেগুলো হল।

  • করদাতার নাম - আপনার ভোটার আইডি কার্ডে আপনার যে নামটি আছে ঐটি এখানে সম্পূর্ণ হুবহু দিয়ে দিবেন।
  • লিঙ্গ - লিঙ্গের অপশনে আপনি ছেলে না মেয়ে সেটি দিয়ে দিবেন।
  • জাতীয় পরিচয় নম্বর - আপনার ভোটার আইডি নম্বর দিয়ে দিবেন। খুব সুন্দর ভাবে ভোটার আইডি দেখে সঠিক নম্বর দিয়ে দিবেন।
  • জন্ম তারিখ - ভোটার আইডি কার্ডের সাথে মিল রেখে আপনার জন্ম তারিখ দিবেন।
  • পিতার নাম - তারপরে আপনার পিতার নামটি দিবেন।
  • মাতার নাম - এবং আপনার মাতার নাম দিবেন।
  • স্বামী বা স্ত্রীর নাম - আপনি যদি বিবাহিত হয়ে থাকেন তাহলে আপনার স্বামী বা স্ত্রীর নামটি দিয়ে দিবেন।
  • মোবাইল নাম্বার - আপনি আপনার ফোন নম্বরটা এখানে দিবেন। প্রথমে যে ফোন নম্বরটি দিয়েছেন ওই নম্বরই দিবেন।
  • ফ্লাক্স - এইটা না দিলে কোনো সমস্যা হয়না।
  • ই-মেইল - এইখানে আপনার ই-মেইল এ্যাড্রেস দিবেন
টিন সার্টিফিকেট রেজিস্ট্রেশন ও ডাউনলোড করার নিয়ম, e-TIN - TIN Registration - Incometax.gov.bd
টিন সার্টিফিকেট রেজিস্ট্রেশন ফরম পূরণ

তারপরে আপনার Address / ঠিকানা চাইবে আপনি আপনার current address/বর্তমান ঠিকানা খুব সুন্দর ভাবে NID এর সাথে মিল রেখে দিয়ে দিবেন।

টিন সার্টিফিকেট রেজিস্ট্রেশন ও ডাউনলোড করার নিয়ম, e-TIN - TIN Registration - Incometax.gov.bd  (4)
টিন সার্টিফিকেট রেজিস্ট্রেশন: ফাইনাল প্রিভিও

এরপর আপনার সামনে Final Preview এর একটি পেজ ওপেন হবে। এখানে আপনারা যে যে তথ্য দিয়েছেন সেগুলো আবার আপনাদের দেখাবে, যে সবকিছু ঠিকঠাক আছে কিনা। আপনারা এটি সুন্দর করে চেক করে নিবেন তারপরে সবুজ টিক দিয়া ঘরে আপনারা টিক দিয়ে সাবমিট অ্যাপ্লিকেশনে ক্লিক করে দিবেন।

টিন সার্টিফিকেট রেজিস্ট্রেশন ও ডাউনলোড করার নিয়ম, e-TIN - TIN Registration - Incometax.gov.bd  (4)
টিন সার্টিফিকেট বের করার নিয়ম

সাবমিট অ্যাপ্লিকেশনে ক্লিক করে দেয়ার পরে আপনাদের সামনে এমন একটি পেজ হাজির হবে এখানে আপনাদের সম্পূর্ণ ইনফরমেশন চলে আসবে। আপনারা চাইলে সরাসরি এখান থেকে প্রিন্ট ডিটেলসে (Print Details) ক্লিক করে এটি প্রিন্ট করে নিতে পারবেন। আবার ভিউ সার্টিফিকেট (View Certificate) ক্লিক করে আপনারা এটি দেখতে পারবেন।

টিন সার্টিফিকেট ডাউনলোড, tin certificate download

টিন সার্টিফিকেট tin certificate download রেজিস্ট্রেশন করার পর ডাউনলোড করে নিতে হয় আপনাদের বলেছিলাম যে টিন সার্টিফিকেট রেজিস্ট্রেশন এর পাশাপাশি টিন সার্টিফিকেট ডাউনলোড করার নিয়ম আপনাদের দেখিয়ে দিব। টিন সার্টিফিকেট ডাউনলোড করতে হলে নিচের ধাপগুলো অনুসরণ করুন।

টিন সার্টিফিকেট সেভ করে ডাউনলোড করুন

আপনাদের যখন সবকিছু হয়ে যাবে তখন ভিউ সার্টিফিকেট এ ক্লিক করার পরে এমন একটি পেজ আপনাদের সামনে ওপেন হবে। এটি হচ্ছে আপনাদের টিন সার্টিফিকেট। আপনারা এখান থেকে যেকোনো কম্পিউটার দোকানে যেয়ে প্রিন্ট সার্টিফিকেট এ ক্লিক করলে আপনাদের সার্টিফিকেট সরাসরি প্রিন্ট হয়ে আসবে।

আর save certificate এ ক্লিক করলে সার্টিফিকেটটি আপনাদের ফোনে ডাউনলোড হয়ে যাবে। এই টিন সার্টিফিকেট টি আপনাদের ফোনে পিডিএফ আকারে ডাউনলোড হয়ে যাবে।

Tin certificate download by tin number

Tin certificate download by tin number আপনারা অনেকেই টিন নাম্বার দিয়ে টিন সার্টিফিকেট ডাউনলোড করতে চান। তাদের উদ্দেশ্যে বলি। সরাসরি টিন নাম্বার দিয়ে সার্টিফিটেক ডাউনলোড করার ব্যবস্থা নেই। তবে আপনি যদি আপনার টিন সার্টিফিকেট হারিয়ে ফেলেন আর যদি শুধু নাম্বার থাকে। তাহলে আপনি আপনার একাউন্ট এর মোবাইল নাম্বার দিয়ে একাউন্ট রিকোভার করে টিন সার্টিফিকেট পেতে পারেন। 

এক্ষেত্রে আপনার মোবাইল ফোনের রেজিষ্ট্রেশন করা সিমটি সচল থাকতে হবে এবং সিকিউরিটি কোডটি মনে থাকতে হবে। তবেই আপনি আপনার একাউন্ট রিকোভার করে করে টিন সার্টিফিকেট উত্তেলন করতে পারবেন।

পরিশেষে

প্রিয় পাঠকবৃন্দ এতক্ষণ তো আমরা আপনাদের সামনে টিন সার্টিফিকেট বের করার নিয়ম সম্পূর্ণভাবে সুন্দর করে বিশ্লেষণ করে বলে দিয়েছি। এরপরেও যদি আপনাদের কোন রকম কোন প্রশ্ন থাকে তাহলে আপনারা আমাদের জানাতে পারেন। এছাড়া যদি আপনারা অন্য কোন বিষয় সম্পর্কে তথ্য জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। সরকারি সেবা ও বিভিন্ন সেবা মূলক পোস্ট নিয়ে আমরা পরবর্তীতে সেই বিষয়ের উপর আর্টিকেল লিখবো।

Post a Comment

Previous Post Next Post