ঠিকানা রিসোর্ট বা ঠিকানা রেস্টুরেন্ট thikana resort/ Thikana Restaurant হচ্ছে একটি জমকালো পরিবেশে ঢাকা মহনগর এর অদূরে নিরিবিলি বেড়াইদ গ্রামে অবস্থিত একটি রিসোর্ট যা ঠিকানা রেস্টুরেন্ট নামেও পরিচিত। এর আসল নাম Thikana Day Outers
ঢাকা মহানগর থেকে একটু ভিতরে বাড্ডা থানার অধিনে বেড়াইদ গ্রামে এই ঠিকানা রিসোর্ট অবস্থিত। এখানের পরিবেশ খুবাই কোমল বিশেষ করে ঠিকানা রিসোর্ট এর প্রবেশ পথ আপনাকে মুগ্ধ করবে। কারন সাব সড়ক থেকে সরাসরি ঠিকানা রিসোর্ট এর পথ অনেকটাই সুন্দর ও সবুজ শ্যামল এর মাঝে রয়েছে একটি লোহার ব্রিজ।
তবে সুচনাতে সবকিছু না বলে চলুন এক এক করে জেনে নিই ঠিকানা রিসোর্ট কোথায় অবস্থিত, ঠিকানা রিসোর্ট কিভাবে যাবো, এর টিকেট এর মূল্য তালিকা, ঠিকানা রিসোর্ট এর বেশ কিছু ছবির গ্যালারি ও আ্যলবাম এছাড়াও এখানের পরিবেশ সম্পর্কেও রিভিও দিবো।
Read More - ব্যাকলিংক কি, কিভাবে ব্যাকলিংক তৈরি করবেন
জমি ক্রয়ের পূর্বে ক্রেতার করণীয়
ভাওয়াল রিসোর্ট খরচ, ভাওয়াল রিসোর্ট এন্ড স্পা
মেয়েদের জন্য কোন ফেসওয়াশ সবচেয়ে ভালো
ব্লগিং কি? ব্লগিং করে কত টাকা আয় করা যায়
ভোটার স্লিপ দিয়ে আইডি কার্ড ডাউনলোড
![]() |
ঠিকানা রিসোর্ট বাড্ডা, ঢাকা, thikana resort, Thikana Day Outers, Dhaka |
{tocify} $title={Table of Contents}
ঠিকানা রিসোর্ট, Thikana resort
ঠিকানা রিসোর্ট এর আসল নাম হচ্ছে Thikana Day Outers. অল্প টাকায় ঘুরে বেড়ানোর একটি মাঝারি আকারের সুন্দর মনমুগ্ধকর পরিবেশ যেখানে আপনি আপনার পরিবার নিয়ে অথবা আপনার বন্ধুবান্ধব নিয়ে ঘুরে আসতে পারেন। শিশুদের জন্য প্লে জোন, প্রেয়ার জোন, টাইম জোন অর্থাৎ সুন্দরভাবে সময় কাটানোর জন্য কিছু পরিপাটি স্থান রয়েছে।
আপনার বাসা যদি ঢাকার ভিতরে হয়ে থাকে তাহলে আপনি অল্প খরচে ঘুরে আসতে পারেন। তবে আপনার বাসা যদি ঢাকার বাহিরে হয়ে থাকে তাহলে প্রথমে আপনাকে ঢাকা এসে তারপর ঠিকানা রিসোর্ট এ আসতে হবে।
এখানে আপনি যে কোনো অনুষ্ঠানের জন্য বুকিং দিতে পারেন। এছাড়াও বিয়ে, গায়ে হলুদ, কনফারেন্স ইত্যাদির জন্য বুক করতে পারবেন। কর্পোরেট ইভেন্ট, পারিবারিক গেট-টুগেদার কিংবা যেকোনো পিকনিক এর বুকিং নেওয়া হয়।
ঠিকানা রিসোর্ট কোথায়
ঠিকানা রিসোর্ট কোথায় বা ঠিকানা রিসোর্ট কিভাবে যাবো ইত্যাদি প্রশ্ন আপনার মাথায় ঘুরপাক খাচ্ছে তবে চিন্তার কোনো কারণ নেই। ঠিকানা রিসোর্ট বাংলাদেশেই অবস্থিত। ঢাকা মহানগর গুলশান-২ থেকে কয়েক কিলোমিটার দূরে বাড্ডা থানার বালু নদীর পাশে বেরাইদ এলকায় অর্থাৎ ১০০ ফিট রাস্তার শেষের দিকে এই রিসোর্ট টি অবস্থিত।
ঠিকানা রিসোর্ট বা রেস্টুরেন্ট এ যেতে হলে আপনাকে প্রথমে ঢাকার বাড্ডা এলকার নতুন বাজার আসতে হবে এরপর এখান থেকে আপনি রিক্সা/লেগুনা/অটো তে করে ১০০ ফিট রাস্তার উপর দিয়ে বেরাইদ এলকায় চলে যাবেন। তারপর সেখান থেকে হেটে হেটে ঠিকানা রিসোর্ট এ পৌছে যেতে পারবেন।
লেগুনা স্টেশন থেকে রিক্সাওয়ালা মামাকে বললে ২০-৩০ টাকার মধ্যে আপনাকে ঠিকানা রিসোর্ট এ পৌছে দিবে আর পায়ে হেটে গেলে ১০ মিনিট এর মত সময় লাগবে।
নতুন বাজার, ১০০ ফিট, মাদানী এভিনিউ হয়ে "বড় বেরাইদ, ঢাকা-১২১২
ঠিকানা রিসোর্ট কিভাবে যাবো
পায়ে হেটে যেতে হলে লেগুনা স্টেশন থেকে পূর্বদিকে যেই সড়ক গেছে সেই সড়ক ধরে হাটতে থাকুন এরপর হাটতে থাকলে প্রথমে আস্কারটেক জামে মসজিদ আপনার চোখে পড়বে এর পর আরইদ্দাপাড়া জামে মসজিদ আপনার চোখে পড়বে এরপর আলহাজ্ব রহিমুল্লাহ আলিম মাদরাসা আপনার চোখে পড়বে
এরপর একটি সাদা গেট দেখতে পারবেন যেখানে মোল্লা বাড়ি (এটি এমপি মহোদয়ের বাড়ি) লেখা রয়েছে। এই বাড়ির অপজিটে একটি ছোট সড়ক চলে গেছে এই মোল্লাবাড়ির অপজিটের সামনের সড়ক দিয়ে কিছুক্ষণ হাটতে থাকলেই আপনি শেষ মাথায় ঠিকানা রিসোর্ট পেয়ে যাবেন।
ঠিকানা রিসোর্ট মেনু ও মূল্য তালিকা
ঠিকানা রিসোর্ট এ অনেকগুলো Thikana Resort Menu মেনুসেট রয়েছে যেগুলোর মূল্য মেনু এর খাবার তালিকার উপর নির্ভর করছে। নিচে ঠিকানা ডে আউটার্স এর কয়েকটি মেনু তালিকা দেওয়া হলো
ঠিকানা ডে আউটার্স মেনু-১:
- সাদা ভাত (কাটারীভোগ)
- দেশি মোরগ আলু ঝোল
- ভর্তা (৮ রকমের)
- মৌসুমি শাকসবজি
- ঘন ডাল
- মিনারেল পানি - ২ লিটার
ঐতিহ্যবাহি দেশীয় খাবার, ৪ জনের মূল্য ৪,৮০০ টাকা, ১ জন মূল্য ১,২০০ টাকা, বি:দ্র: ১ জনের ক্ষেত্রে ভাত, ভর্তা, ডাল পর্যাপ্ত ও মোড়গ পরিমিত।
ঠিকানা ডে আউটার্স মেনু-২:
- সাদা ভাত (কাটারীভোগ)
- দেশি গরু ঝোল
- ভর্তা (৮ রকমের)
- মৌসুমি শাকসবজি
- ঘন ডাল
- মিনারেল পানি - ২ লিটার
ঐতিহ্যবাহি দেশীয় খাবার, ৪ জনের মূল্য ৫,৫০০ টাকা, ১ জন মূল্য ১,৪০০ টাকা, বি:দ্র: ১ জনের ক্ষেত্রে ভাত, ভর্তা, ডাল পর্যাপ্ত ও গরু পরিমিত।
ঠিকানা ডে আউটার্স মেনু-৩:
- সাদা ভাত (কাটারীভোগ)
- দেশি খাসী ভূনা
- ভর্তা (৮ রকমের)
- মৌসুমি শাকসবজি
- ঘন ডাল
- মিনারেল পানি - ২ লিটার
ঐতিহ্যবাহি দেশীয় খাবার, ২০ জনের মূল্য ৩০,০০০ টাকা, ১ জন মূল্য ১,৫০০ টাকা, বি:দ্র: ১ জনের ক্ষেত্রে ভাত, ভর্তা, ডাল পর্যাপ্ত ও খাসী পরিমিত।
ঠিকানা ডে আউটার্স মেনু-৪:
- সাদা ভাত (কাটারীভোগ)
- দেশি হাঁস ভূনা
- ভর্তা (৮ রকমের)
- মৌসুমি শাকসবজি
- ঘন ডাল
- মিনারেল পানি - ২ লিটার
ঐতিহ্যবাহি দেশীয় খাবার, ৪ জনের মূল্য ৮,০০০ টাকা, ১ জন মূল্য ১,২৫০ টাকা, বি:দ্র: ১ জনের ক্ষেত্রে ভাত, ভর্তা, ডাল পর্যাপ্ত ও হাঁস পরিমিত।
ঠিকানা ডে আউটার্স মেনু-৫:
- সাদা ভাত (কাটারীভোগ)
- রাজহাঁস ভূনা
- ভর্তা (৮ রকমের)
- মৌসুমি শাকসবজি
- ঘন ডাল
- মিনারেল পানি - ২ লিটার
ঐতিহ্যবাহি দেশীয় খাবার, ৮ জনের মূল্য ১১,০০০ টাকা, ১ জন মূল্য ১,৪০০ টাকা, বি:দ্র: ১ জনের ক্ষেত্রে ভাত, ভর্তা, ডাল পর্যাপ্ত ও রাজহাঁস পরিমিত।
কোর্পোরেট ইভেন্ট, পারিবারিক গেট-টুগেদার কিংবা পিনিক আয়োজন থেকে শুরু করে সবধরনের অনুষ্ঠানের জন্য বুকিং করতে পারবেন।
ঠিকানা রিসোর্ট কফি লাউঞ্জ মেনু
ঠিকানা রিসোর্ট টিকেট
ঠিকানা রিসোর্ট টিকেট মূল্য ৩০০ টাকা। তবে ৫ বছর বয়সের ছেলে মেয়েদের ক্ষেত্রে কোনো ফি নেই তবে ৬ বছর এর উপরের বয়সের ক্ষেত্রে ৩০০ টাকা ফি প্রযোজ্য। এখানে ৮ ঘন্টা থাকা যাবে। তবে ফুড প্যাকেজ নিলে প্রবেশ মূল্য ফ্রি। এখানে সুন্দর পরিবেশে সারাদিন কেটে যাবে অনায়াসে।
প্রিয় অতিথি, আপনার বুকিং নিশ্চিত করতে, দয়া করে উল্লিখিত নম্বর 01755-554447 এ নীচের তথ্যগুলো এসএমএস করুন।
- আপনার নাম
- তারিখ
- আসার সময়
- মোট সদস্য
বুকিং ছাড়া আপনার প্রবেশটি নিশ্চিত নয়। তাই অবশ্যই বুকিং করে আসবেন।
ঠিকানা রিসোর্ট ফোন নম্বর, যোগাযোগ ঠিকানা
নতুন বাজার, ১০০ ফিট, মাদানী এভিনিউ হয়ে "বড় বেরাইদ, ঢাকা-১২১২
প্রয়োজনীয় মোবাইল নম্বর ও ইমেইল এড্রেস
- +880175 555 4447
- +880175 555 4448
- +880963 822 7700
- thikanakk@gmail.com
ঠিকানা রিসোর্ট এর অফিসিয়াল ফেইসবুক পেজ ও ইউটিউব চ্যালেন এর লিংক দিয়ে দিলাম। আপনার বিস্তারিত আরও তথ্য জেনে নিতে পারবেন।
ঠিকানা রিসোর্ট ছবি, thikana resort photo
![]() |
ঠিকানা রিসোর্ট ছবি, thikana resort photo, |
![]() |
ঠিকানা রিসোর্ট ছবি, thikana resort photo |
![]() |
ঠিকানা রিসোর্ট ছবি, thikana resort photo |
![]() |
ঠিকানা রিসোর্ট ছবি, Thikana Restaurant Photos, Thikana Day Outers Photo |
![]() |
ঠিকানা রিসোর্ট ছবি, thikana resort photo |
![]() |
Thikana Restaurant Photos, Thikana Day Outers Photo |
পরিশেষে
ঠিকানা রিসোর্ট নিয়ে বিস্তারিত তথ্য আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি আপনাদের মনে আর কোনো প্রশ্ন থাকবে না। ঢাকার ভিতরে গ্রামের দৃশ্য উপভোগ করতে চলে আসতে পারেন ঠিকানা ডে আউটার্স এ। এখানে গ্রামিন পরিবেশ এনজয় করতে আপনি ও আপনার পরিবারে আমন্ত্রিত।