আমাদের কোন কিছু হারিয়ে গেলে কিংবা অন্য যে কোন প্রয়োজনে থানায় জিডি করতে হয়। এখন থেকে আপনাকে আর কষ্ট করে থানায় গিয়ে জিডি করতে হবে না। আপনি আপনার ঘরে বসেই অনলাইনে থানায় জিডি করতে পারবেন। আপনি একটি সাধারণ ডায়েরি অথবা অন্যান্য বিষয়ের জন্য থানায় জিডি করতে আজকে দেখানো পদ্ধতি ব্যবহার করতে পারেন।
Read More - মেয়েদের জন্য কোন ফেসওয়াশ সবচেয়ে ভালো
মাতৃত্বকালীন ভাতা অনলাইন আবেদন ২০২৩
ব্লগিং কি? ব্লগিং করে কত টাকা আয় করা যায়
ভোটার স্লিপ দিয়ে আইডি কার্ড ডাউনলোড
আজকের এই আর্টিকেলে আপনি জানতে পারবেন, কীভাবে অনলাইনে থানায় জিডি করতে হয়। অনলাইনে থানায় জিডি করতে কি কি তথ্যের প্রয়োজন হয় এবং আপনি কিভাবে অনলাইনে জিডি আবেদন করতে পারেন। চলুন তবে, অনলাইনে থানায় জিডি করার নিয়ম সম্পর্কে জেনে নেওয়া যাক।
{tocify} $title={Table of Contents}
জিডি/সাধারণ ডায়েরি কি?
জিডি হল সাধারণ ডায়রির general diary একটি সংক্ষিপ্ত রূপ। কোন একটি অপরাধ সংগঠিত হলে কিংবা অন্যান্য কোন ঘটনা সম্পর্কে থানায় অভিযোগ লিপিবদ্ধ করার প্রক্রিয়াটিকে জিডি বলা হয়। জিডি করার জন্য আপনাকে সাধারণত থানায় গিয়ে একটি ফরম পূরণ করতে হবে। যেখানে, আপনার নাম, ঠিকানা এবং জিডির সাথে সম্পর্কিত সকল তথ্যগুলো দিয়ে লিখিত আবেদন করতে হয়।
কোন ব্যক্তির সাথে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটলে কিংবা কোন একটি বিষয়ের জন্য সাহায্য চেয়ে জিডি করা হয়। এরপর, জিডি আবেদনের পরিপ্রেক্ষিতে, পুলিশ বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে।
![]() |
অনলাইনে থানায় জিডি করার নিয়ম, সাধারণ ডায়েরি করার নিয়ম gd police gov bd |
অনলাইনে থানায় জিডি করতে যা যা প্রয়োজন হবে
আপনি যখন অফলাইনে সরাসরি থানায় গিয়ে জিডি করতেন, তখন আপনার সমস্যাটির সাথে সম্পর্কিত সকল তথ্যগুলো নিয়ে থানায় যেতে হতো। এখন আপনি যেহেতু অনলাইনে থানায় জিডি করবেন, তাই অনলাইনে থানায় জিডি করার জন্য ও কিছু প্রয়োজনীয় তথ্য লাগবে।
অনলাইনের মাধ্যমে থানায় জিডি আবেদন করতে, আপনার জাতীয় পরিচয় পত্র নম্বর, আপনার একটি সচল মোবাইল নাম্বার এবং জন্ম তারিখের প্রয়োজন হবে। এসব তথ্যগুলো দিয়ে মূলত আপনার একটি একাউন্ট তৈরি করতে হবে, যে অ্যাকাউন্ট থেকে আপনি অনলাইনে থানায় জিডি আবেদন করতে পারবেন।
অনলাইনে জিডি করতে কত টাকা লাগে?
অনলাইনে জিডি করতে কোন টাকা লাগে না। আপনি সম্পূর্ণ বিনামূল্যে অনলাইনে জিডি করতে পারবেন। এমনকি, আপনি সরাসরি থানায় গিয়ে জিডি করলে ও কোন ধরনের টাকা লাগবেনা।
অনলাইনে জিডি করতে বেশ কিছু সুবিধা রয়েছে। এক্ষেত্রে, আপনি বাড়ি থেকেই খুব দ্রুত সময়ের মধ্যে থানায় জিডি করতে পারছেন। আবার, অনলাইনে জিডি করার ফলে, আপনার যাতায়াত খরচের ও প্রয়োজন পড়ছে না। সেক্ষেত্রে, অনলাইনে জিডি করার জন্য আপনার কোন টাকা খরচ হচ্ছে না।
অনলাইনে জিডি করব কিভাবে?
অনলাইনে জিডি করার জন্য দুইটি সহজ পদ্ধতি রয়েছে। একটি হলো, সরাসরি মোবাইল আর ব্যবহার করে অনলাইনে জিডি করা এবং উন্নতি হল, সরাসরি ওয়েবসাইট থেকে অনলাইনে থানায় জিডি করা। অনলাইনে জিডি করতে আপনি দুইটি পদ্ধতির মধ্যে যেকোন একটি ব্যবহার করতে পারেন। তবে, আপনি যেহেতু প্রতিদিন থানায় জিডি করবেন না এবং অনেকদিন পর পর আপনার থানায় জিডি করার প্রয়োজন পড়বে, তাই মোবাইল অ্যাপ এর পরিবর্তে ওয়েবসাইট ব্যবহার করেই অনলাইনে জিডি করা ভালো হবে।
তাই, আপনি অনলাইনে জিডি করতে মোবাইল অ্যাপ অথবা ওয়েবসাইটের সাহায্য নিতে পারেন। মোবাইল অ্যাপের মাধ্যমে অনলাইনে জিডি করতে গুগল প্লে স্টোরে গিয়ে Online GD অ্যাপটি ইনস্টল করুন। আর, সরাসরি ওয়েবসাইট ব্যবহার করে অনলাইনে থানায় জিডি করার জন্য নিচে দেখানো পদ্ধতি ফলো করুন।
মোবাইল অ্যাপ এবং ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে থানায় জিডি করার নিয়ম একই।
অনলাইনে থানায় জিডি করার নিয়ম
অনলাইনে থানায় জিডি করার জন্য আপনাকে বেশ কিছু নিয়মের মধ্য দিয়ে যেতে হবে। এজন্য প্রথমে আপনাকে বাংলাদেশ পুলিশের Online GD অ্যাপটি ইন্সটল করে নিতে হবে এবং সেখান থেকে রেজিষ্ট্রেশন করতে হবে। এরপর সেই অ্যাকাউন্ট থেকে, আপনি নিজের জন্য অথবা অন্য কারো জন্য অনলাইন জিডি আবেদন করতে পারবেন।
চলুন তবে, এবার ধারাবাহিকভাবে দেখে নেয়া যাক, আপনি অনলাইনে থানায় যদি আবেদন করার পদ্ধতি।
১. অনলাইনে থানায় জিডি করতে প্রথমে আপনাকে গুগল প্লে স্টোর থেকে Online GD নামক অ্যাপসটি মোবাইলে ইন্সটল করে নিতে হবে।
২. অনলাইন জিডি অ্যাপস টি ইন্সটল করা হয়ে গেলে, সেটি ওপেন করুন এবং নিবন্ধন বাটনে ক্লিক করুন।
![]() |
Online GD: Registration |
৩. তারপর অনলাইন জিডি করার জন্য একাউন্ট এখানে জাতীয় পরিচয় পত্রের নম্বর এবং জন্ম তারিখ দিয়ে "পরিচয় পত্র যাচাই" বাটনে ক্লিক করতে হবে।
![]() |
Online GD: NID Verify |
৪. এরপর আপনার জাতীয় পরিচয় পত্রে দেওয়া আপনার নাম, বাবার নাম, মায়ের নাম চলে আসবে। এখন, "তথ্য সঠিক হলে এখানে ক্লিক করুন" বাটনে ক্লিক করবেন।
![]() |
Online GD App Photo Verify |
৫. এরপর আপনার থেকে ক্যামেরা পারমিশন চাইবে এবং সামনের ক্যামেরা ওপেন হবে। এখন, ক্যামেরার সামনে আপনার মুখের অবস্থানটি মধ্যবর্তী স্থানে রেখে একটি ছবি তুলুন।
![]() |
Online GD App: সাধারণ ডায়েরি করার নিয়ম |
৬. ছবি তোলা হয়ে গেলে, আপনার জাতীয় পরিচয় পত্রের ছবি এবং আপনার ছবিটি প্রদর্শিত হবে এবং নিচে মোবাইল নাম্বার ও পাসওয়ার্ড দেওয়ার অপশন চলে আসবে। এবার এখানে আপনি মোবাইল নম্বর ও পাসওয়ার্ড দিয়ে "এখানে ক্লিক করে একাউন্ট তৈরি করুন" বাটনে ক্লিক করবেন।
![]() |
online gd registration |
৭. এবার আপনার অনলাইন জিডি অ্যাকাউন্ট তৈরি হয়েছে। এখন আপনি অ্যাপটি কেটে দিয়ে আবার প্রবেশ করুন এবং আপনার মোবাইল নাম্বার ও পাসওয়ার্ড দিয়ে "প্রবেশ করুন" বাটনে ক্লিক করে লগইন করুন।
![]() |
Online GD Account Create |
৮. আপনি যখন নতুন অ্যাকাউন্ট তৈরি করবেন, তখন অ্যাপ এর প্রবেশ করার পর আপনাকে আরো কিছু অতিরিক্ত তথ্য দিতে হবে। যেগুলো আপনি এখান থেকে পূরণ করে দিবেন। যেখানে আপনি তথ্য, ছবি, স্বাক্ষর এবং বিস্তারিত তথ্যগুলো সঠিকভাবে পূরণ করে সাবমিট করুন।
![]() |
Online GD: থানায় জিডি করার নিম |
তারপর, মোবাইল নাম্বারে একটি ওটিপি আসবে এবং যা বসানোর পর রেজিস্ট্রেশন সফল হবে।
৯. এখন আবার পুনরায় অ্যাপে মোবাইল নাম্বার ও পাসওয়ার্ড দিয়ে "প্রবেশ করুন" বাটনে ক্লিক করুন।
![]() |
gd police gov bd login |
১০. এবার আপনি দেখতে পাবেন যে, আপনার অনলাইন জিডি একাউন্টে চলে এসেছেন এবং এখন আপনি এখান থেকে অনলাইনে থানায় জিডি করতে পারবেন। তবে, Online GD অ্যাপস এবং ওয়েবসাইট ব্যবহার করে অনলাইনে জিডি করার প্রক্রিয়া একই। তাই, চলুন এখন এই ইউজার নেম এবং পাসওয়ার্ড ব্যবহার করে কম্পিউটার স্ক্রিন থেকে অনলাইনে থানায় জিডি আবেদন প্রক্রিয়া দেখবো।
![]() |
অনলাইনে সাধারণ ডায়েরি করার নিয়ম |
এখন থেকে আপনি একই ইউজার নেম এবং পাসওয়ার্ড ব্যবহার করে ওয়েবসাইট থেকে লগইন করে ও অনলাইনে থানায় জিডি করতে পারবেন। চলুন তাহলে, বোঝার সুবিধার্থে ডেক্সটপ স্ক্রিন থেকেই দেখে নেওয়া যাক।
১১. অনলাইনে জিডি আবেদন করতে প্রথমে gd.police.gov.bd এই লিংকে প্রবেশ করুন। এরপর ওয়েবসাইটে এসে ”প্রবেশ করুন” অপশনে ক্লিক করুন।
![]() |
অনলাইনে থানায় জিডি করার নিয়ম, সাধারণ ডায়েরি করার নিয়ম gd police gov bd |
১২. এরপর অনলাইনে জিডি করার জন্য আপনার একাউন্টে লগইন করতে মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে লগইন বাটনে ক্লিক করুন।
![]() |
অনলাইনে থানায় জিডি করার নিয়ম, gd police gov bd |
১৩. এবার, আপনার অনলাইন জিডি করার ড্যাশবোর্ডে নিয়ে আসবে। এখন, আপনি জিডি করার জন্য এখান থেকে প্রয়োজনীয় অপশন টি বেছে নিন। আর, অন্যান্য ক্যাটাগরিতে আবেদনের জন্য "অন্যান্য আবেদন" অপশনে যান।
![]() |
অনলাইনে থানায় জিডি করার নিয়ম, gd police gov bd |
১৪. তারপর আপনার জিডির সাথে সম্পর্কিত ক্যাটাগরিটিতে ক্লিক করুন।
![]() |
অনলাইনে থানায় জিডি করার নিয়ম, সাধারণ ডায়েরি করার নিয়ম gd police gov bd |
১৫. উদাহরণস্বরূপ, আমি যদি মোবাইলের জন্য একটি জিডি করি, তাহলে মোবাইল অপশনটি সিলেক্ট করার পর, এখানে প্রয়োজনীয় তথ্য লিখে দেবো।
![]() |
অনলাইনে থানায় জিডি করার নিয়ম - জিডির সাথে সম্পর্কিত তথ্য দিয়ে ফরম পূরণ |
১৬. মোবাইলের কথা দেওয়ার পর, সনাক্তকরণ তথ্য এবং স্থান সময় ও ঘটনার বিবরণ লিখে দিতে হবে। সবশেষে, অনলাইন জিডি আবেদনটি নিজ অথবা অন্যজন সিলেক্ট করে পরবর্তী লেখা পাঠালে ক্লিক করুন।
![]() |
অনলাইনে থানায় জিডি করার নিয়ম - জিডি করতে প্রয়োজনীয় অপশন সিলেক্ট |
১৭. তারপর এখানে আপনার জিডি আবেদনের সব তথ্য দেখাবে। এখান থেকে আপনি চাইলে Edit লেখাতে ক্লিক করে কোন তথ্য এডিট করতে পারেন অথবা না চাইলে Final Submit বাটনে ক্লিক করুন।
![]() |
সাধারণ ডায়েরি করার নিয়ম gd police gov bd |
১৮. এখন অনলাইনে থানায় জিডির আবেদনটি এন্ট্রি হয়েছে। এখন আপনি পরবর্তী পেজে এসে আবেদনের প্রিন্ট কপি ডাউনলোড করতে পারেন। আর আপনাকে অবশ্যই এই পেজ থেকে, অনলাইন জিডি কোডটি সংরক্ষণ করে রাখতে হবে।
![]() |
অনলাইনে থানায় জিডি করার নিয়ম, সাধারণ ডায়েরি করার নিয়ম gd police gov bd |
এবার আপনি আবার যদি অনলাইন জিডি করার ওয়েবসাইটের ড্যাশবোর্ডে আসেন, তাহলে আপনার অনলাইন যদি আবেদনের সর্বশেষ অবস্থা দেখতে পাবেন।
পরিশেষে
আপনি মূলত উপরের দেখানো পদ্ধতিতে খুব সহজেই অনলাইনে থানায় জিডি করতে পারবেন। এক্ষেত্রে, থানায় জিডি করার জন্য আপনাকে কষ্ট করে যেতে হবে না। অনলাইনে থানায় জিডি করার ফলে, আপনি আপনার অনলাইন জিডি আবেদনের সর্বশেষ অবস্থা বাসা থেকেই দেখতে পারবেন।
আর, অনলাইনে থানায় জিডি করার জন্য কোন ধরনের টাকার প্রয়োজন হয় না। এমনকি, আপনি অনলাইনে থানায় জিডি করার মাধ্যমে যাতায়াত খরচ ও বাঁচাতে পারছেন।