অনেক সময় আমাদের জন্ম নিবন্ধন সনদে ভূল হয়ে যায় যা বিভিন্ন কারনে হতে পারে। বিগত সময় যারা জন্ম নিবন্ধন তৈরি করেছেন তারা শুধু জন্ম নিবন্ধন এর বাংলা কপি তৈরি করেছেন। কিন্তু বর্তমানে বাংলা জন্ম জন্ম নিবন্ধন এর পাশাপাশি ইংরেজি জন্ম নিবন্ধন এর প্রয়োজন হয়। এছাড়া যখন আপনি আপনান জন্ম নিবন্ধন বানিয়েছেন তখন আপনি জন্ম নিবন্ধন এর ইংরেজি তথ্য পূরণ করেন নি।
অথবা যারা আবেদন করেছে তারা ইংরেজি তথ্য ইনপূট করেনি অথবা ইনপুট করতে গিয়ে বিভিন্ন ভূল করে ফেলেছে যার কারনে বর্তমান সময় এটি ভেরিফাই করার সময় দেখা যাচ্ছে যে বিভিন্ন জায়গায় ভূল রয়ে গেছে।
এছাড়াও বর্তমানে সুরক্ষা/করোনার টিকা নিবন্ধন যারা করতেছেন তারা জন্ম নিবন্ধন দিয়ে করার সময় সুরক্ষা কার্ড এ তথ্য ভূল দেখাচ্ছে। কারণ সুরক্ষা এর সার্ভার জন্ম নিবন্ধন এর সার্ভার থেকে শুধুমাত্র ইংরেজি তথ্য গ্রহণ করছে ফলে ইংরেজিতে আপনার তথ্য মিসিং থাকার কারনে এই ধরনের সমস্যা তৈরি হচ্ছে।
Read More – ব্লগিং ক্যারিয়ারে সফল হওয়ার উপায়
ব্লগার গুরুত্বপূর্ণ এসইও সেটিংস ২০২৩
অফ পেজ এসইও ২০২৩ গুরত্বপূর্ণ টিপস
অন পেজ এসইও কিভাবে করবো ২০২৩ গাইডলাইন
ব্যাকলিংক কি, কিভাবে ব্যাকলিংক তৈরি করবেন
![]() |
জন্ম নিবন্ধন সংশোধনের জন্য আবেদন, জন্ম নিবন্ধন সংশোধন করতে কি কি লাগে |
জন্ম নিবন্ধন ভুল হলে কি করনীয়
জন্ম নিবন্ধন ভূল হলে যত দ্রুত সম্ভব এটি সংশোধন করে নেওয়া উচিৎ। আমরা জন্ম নিবন্ধন করার পর অনেক সময় দেখে থাকি যে আমাদের জন্ম নিবন্ধন ডকুমেন্ট এর সাথে আমাদের বাবা মায়ের জন্ম নিবন্ধন এর তথ্য মিল পড়ছে না। আবার সার্টিফিকেট এর সাথে বাবা মায়ের জাতীয় পরিচয় পত্র বা জন্ম নিবন্ধনের সাথে তথ্য মিল পড়ছে না।
একজন বাংলাদেশী নাগরিকের জন্ম নিবন্ধন একটি গুরুত্বপূর্ণ ডকুমেন্ট। জন্মের পর পরই এটি সবচেয়ে গুরুত্বপূর্ন কাগজ। ইউনিয়ন পরিষদ অথবা পৌরসভা/সিটি কর্পরেশন থেকে আমরা জন্ম নিবন্ধন করে থাকি। কিভাবে জন্ম নিবন্ধন সংশোধন করতে হয়। এবং সংশোধন করতে কি কি লাগে ইত্যাদি নিয়েই আজকের আলোচনা।
জন্ম নিবন্ধন এ কোন ধরনের ভূল হয়ে থাকে?
জন্মের পরপরই যদি জন্ম নিবন্ধন করে নেওয়া যায় তাহলে সেই ক্ষেত্রে জন্ম নিবন্ধন এ ভূল হওয়ার সম্ভবনা কম থাকে। কারণ এর পর যত ডকুমেন্ট হবে তা এই জন্ম নিবন্ধন অনুসারে করা হবে। আর এই জন্ম নিবন্ধন তার প্রথম ডকুমেন্ট হিসেবে থাকবে।
বর্তমানে প্রায় সবারই জন্ম হওয়ার পর জন্ম নিবন্ধন তৈরি করে নেওয়া হচ্ছে এটা সচেতন পরিবারের ক্ষেত্রে তবে অনেকেই অবহেলা করে জন্ম নিবন্ধন করছে না। বিগত সময় যারা জন্ম নিবন্ধন তৈরি করেছিলেন তাদের অনেকেই হাতের লেখা জন্ম নিবন্ধন তৈরি করেছিলেন। পরবর্তী সময় যখন ডিজিটাল করে অনলাইনে জন্ম নিবন্ধন করছেন তখনই গোলমাল দেখা শুরু হচ্ছে।
কারন আপনার এতদিনে ক্লাস ফাইভ থেকে শুরু করে এসএসসি ও অনেকের ক্ষেত্রে এইচএসসি পর্যন্ত ডকুমেন্ট তৈরি হয়ে গেছে। এদিকে আবার অনেকের জাতীয় পরিচয় পত্রও তৈরি হয়ে গেছে।পরবর্তীতে দেখা যাচ্ছে যে সার্টিফিকেট এর সাথে পিতা মাতার জন্ম নিবন্ধন এর মিল নাই বা সার্টিফিকেট এর মিল নাই। এমন বহু সমস্যা দেখা দিচ্ছে। আপনাদের ক্ষেত্র ভেদে অন্যান্য তথ্যের মধ্যে সমস্যা দেখা দিতে পারে।
জন্ম নিবন্ধন সংশোধন করতে কি কি লাগে
জন্ম নিবন্ধন এর ভূল এর উপর নির্ভর করে ডকুমেন্ট গুলো লাগবে। তবে এখানে আপনি কি কি ভূল হয়েছে প্রথমে বের করে নিন। ধরুন আপনার নাম ভূল হয়েছে এই ক্ষেত্রে আপনার সার্টিফিকেট বা টিকার কার্ড বা জাতীয় পরিচয় পত্র যদি থাকে এখান থেকে যে কোনো একটা বা সবগুলো ডকুমেন্ট সাবমিট করে আবেদন করলে সংশোধন হয়ে যাবে।
আবার যদি পিতার নাম ভূল হয় সেই ক্ষেত্রে পিতার জাতীয় পরিচয় পত্র বা জন্ম নিবন্ধন সনদ আপলোড করতে হবে এভাবে মাতার নামে ভূল হলে সেই অনুযায়ী ডকুমেন্ট সাবমিট করতে হবে। নিচে একটি লিস্ট দিয়ে দিচ্ছি এখান থেকে আপনি আপনার ভূলের বিপরীতে ডকুমেন্ট গুলো আপলোড করবেন।
- পিতার জন্ম নিবন্ধন সনদ
- মাতার জন্ম নিবন্ধন সনদ
- পিতার জাতীয় পরিচয়পত্র
- মাতার জাতীয় পরিচয়পত্র
- ই পি আই কার্ড
- স্থায়ী ঠিকানার প্রমাণ
- বর্তমান ঠিকানার প্রমাণ
- পিতার পাসপোর্টের স্ক্যান করা কপি
- মাতার পাসপোর্টের স্ক্যান করা কপি
- পিতার পাসপোর্ট সাইজের ছবি
- মাতার পাসপোর্ট সাইজের ছবি
- নিবন্ধনাধীন ব্যক্তির পাসপোর্ট সাইজের ছবি
- নিবন্ধনাধীন ব্যক্তির SSC Certificate স্ক্যান কপি
- পিতার মৃত্যুর প্রমাণ
- মাতার মৃত্যুর প্রমাণ
- নিবন্ধনাধীন ব্যাক্তির জাতীয় পরিচয়পত্র
- ইস্যু সম্পর্কিত ফাইল
- প্রাথমিক স্কুল সার্টিফিকেট (পিএসসি)
- অঙ্গীকারনামা
- নিবন্ধকের প্রত্যয়নপত্র
- জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি)
- হাতে লিখা সনদের কপি
জন্ম নিবন্ধন সংশোধনের জন্য আবেদন
জন্ম নিবন্ধন সংশোধনের জন্য আবেদন করার আগে আপনাকে প্রয়োজনীয় কাগজ পত্র সংগ্রহ করে নিতে হবে। এবং আবেদন করার আগে বুঝে নিতে হবে যে আপনি কি কি সংশোধন করতে চাচ্ছেন এবং সেই অনুপাতে আপনার নিকট পরিপূর্ণ প্রমানাদি রয়েছে কিনা।
অনলাইনে জন্ম নিবন্ধন সংশোধনের জন্য আবেদন করার জন্য ভিজিট করুন Bdris.gov.bd/br/correction। এটা জন্ম নিবন্ধন সংশোধনের অফিসিয়াল সরকারি ওয়েবসাইট। এখানে ভিজিট করার পর আপনার সামনে এমন একটি ইন্টারফেস শো করবে।
![]() |
জন্ম নিবন্ধন সংশোধনের জন্য আবেদন |
এখানে আপনি আপনার যেই জন্ম নিবন্ধন সংশোধন করতে চাচ্ছেন সেটার জন্ম নিবন্ধন নম্বর ও জন তারিখ লিখে অনুসন্ধান বাটনে চাপ দিন। এরপর আপনার সামনে আপনার সংক্ষিপ্ত তথ্য দেখাবে সঠিক থাকলে নিশ্চিত করুন বাটনে ক্লিক করুন।
![]() |
জন্ম নিবন্ধন সংশোধনের জন্য আবেদন |
পর আপনার সামনে আপনার জন্ম নিবন্ধন সংশোধন করার জন্য একটি ফরম এর মত ইন্টারফেস শো করবে।
![]() |
জন্ম নিবন্ধন ভূল সংশোধনের জন্য আবেদন |
এখানে আপনি আরও তথ্য সংযোজন করুন বাটনে ক্লিক করুন। তারপর আপনার সামনে তথ্য সংশোধনের অপশন চলে আসবে। এখানে আপনি কি ধরনে তথ্য সংশোধন করতে চান সেটা নির্বাচন করুন এরপর চাহিত তথ্য সংশোধন অর্থাৎ যেটা সংশোধন করে বর্তমানে আপটেড করবেন সেই তথ্য লিখুন এর পর সংশোধনের কারণ সিলেক্ট করুন।
এখানে আপনি কয়েকটি তথ্য সংশোধন করতে পারবেন তা হলো
- নাম বাংলায়
- নাম ইংরেজিতে
- জন্ম তারিখ (খ্রিঃ)
- পিতা ও মাতার কততম সন্তান
- লিঙ্গ
- পিতার নাম (বাংলা)
- মাতার নাম (বাংলা)
- পিতার নাম (ইংরেজি)
- মাতার নাম (ইংরেজি)
- জাতীয়তা
- এন আই ডি
- ব্যাক্তির ছবি
- পাসপোর্ট নাম্বার
- পিতার জাতীয়তা
- মাতার জাতীয়তা
আপনি যেই যেই তথ্য সংশোধন করতে চান সেগুলো সেগুলো একটা একটা করে নির্বাচন করুন। এভাবে সবগুলো নির্বাচন করা হয়ে গেলে। এবার পরবর্তী ধাপে আপনার জন্ম স্থানের ঠিকানা, স্থায়ী ঠিকানা ও বর্তমান ঠিকানা নির্বাচন করুন।
![]() |
জন্ম নিবন্ধন সংশোধন এর জন্য আবেদন |
পরবর্তী ধাপে আপনাকে ডকুমেন্ট আপলোড করতে হবে। ডকুমেন্ট গুলোর সাইজ ১০০ কেবি এর ভিতরে থাকবে।
এরপর আবেদনকারীর তথ্য দিতে হবে। এখানে আবেদনকারীর বয়স ১৮ হলে নিজ সিলেক্ট করতে পারবে অথবা পিতা বা যে কোনো অভিবাবক সিলেক্ট করে তার তথ্য দিতে হবে। এবং আবেদন এর সকল তথ্য সঠিক থাকলে এবার আপনার মোবাই নম্বরটি ভেরিফিকেশন করতে হবে। তারপর আবেদনটি সাবমিট করতে হবে। সাবমিট করার পর আবেদন পত্রটি ডাউনলোড করে প্রিন্ট করে নিন।
আবেদন পত্রটি সাবমিট করার পর একটি ট্রাকিং নম্বর দেওয়া থাকবে সেটি সংরক্ষণ করে রাখুন। এরপর এই নম্বর এর নিচে একটি তারিখ দেওয়া থাকবে সেই তারিখের ভিতরে সংশ্লিষ্ট অফিসে যোগাযোগ করতে হবে।
এভাবে আপনি জন্ম নিবন্ধন সংশোধনের জন্য আবেদন করবেন এবং অফিসে যোগাযোগ করার পর তারা আবেদন পত্রটি যাচাই করে সংশোধনের জন্য মঞ্জুর করবে।
জন্ম নিবন্ধন সংশোধন হয়েছে কিনা যাচাই
জন্ম নিবন্ধন সংশোধন করার পর সেটি হয়েছে কিনা তা যাচাই করার জন্য ভিজিট করুন https://everify.bdris.gov.bd/ এই লিংকে। এরপর আপনার ১৭ ডিজিটের জন্ম নিবন্ধন নম্বর ও জন্ম তারিখ লিখুন। এরপর একটি ক্যাপচা দেখাবে সেটির উত্তর দিয়ে সার্চ বাটনে ক্লিক করুন তাহলে আপনার জন্ম নিবন্ধনটি যদি সংশোধন হয়ে থাকে তাহলে সেটির তথ্য দেখাবে। আর যদি সংশোধন না হয়ে থাকে তাহলে পূর্বের তথ্য দেখাবে।
জন্ম সনদ সংশোধন করতে কত টাকা লাগে?
জন্ম সনদ এর তথ্য সংশোধন করতে ১০০ টাকা ফি লাগে। তবে অনলাইনে আবেদন করার সময় কোনো সরকারি ফি দিতে হয় না। এটা শুধু ইউনিয়ন বা পৌরসভা অফিসে দিতে হয়।
জন্ম নিবন্ধন কিভাবে সংশোধন করা যায়?
জন্ম নিবন্ধন সনদ সংশোধনের জন্য অনলাইনে আবেদন করে প্রয়োজনীয় কাগজপত্র সহ সংশ্লিস্ট অফিসে যোগাযোগ করুন। এরপর তারা আপনার আবেদনটি মঞ্জুর করবে এভাবে আপনি জন্ম নিবন্ধন সনদ সংশোধন করতে পারবেন।
চাহিত সংশোধিত তথ্য মানে কি
চাহিত সংশোধিত তথ্য মানে হচ্ছে আপনার যেই তথ্য ভূল ছিল সেটি ঠিক করে নতুন যেই তথ্য দিবেন সেটাই চাহিত সংশোধিত তথ্য। অর্থাৎ আপনার কাছে নতুন তথ্য চাওয়া হচ্ছে যেটা সেটাই চাহিত সংশোধিত তথ্য।
জন্ম নিবন্ধন সংশোধন আবেদন অবস্থা
জন্ম নিবন্ধন সংশোন এর আবেদন অবস্থা কি অবস্থায় রয়েছে সেটি জানার জন্য ভিজিট করুন এই লিংকে https://bdris.gov.bd/br/application/status এরপর এখানে আবেদনের ধরন ও অ্যাপলিকেশন আইডি ও জন্ম তারিখ দিয়ে দেখুন বাটনে ক্লিক করুন তাহলেই আবেদন এর অবস্থা দেখতে পারবেন।
জন্ম নিবন্ধন সংশোধন আবেদন পত্র প্রিন্ট
জন্ম নিবন্ধন সংশোধন আবেদন করার পর একটি আবেদন পত্র দেওয়া হয় সেখানে পূর্বের তথ্য ও আপডেট করা তথ্য বিস্তারিত দেখা যায়। সেই আবেদন পত্রটি ও সাথে ট্রাকিং নম্বর টি সংরক্ষণ করে রাখুন পরবর্তীতে আপডেট জানার জন্য সেটি প্রয়োজন হবে।
পরিশেষে
এভাবে আপনি আপনার জন্ম নিবন্ধন সংশোধনের জন্য আবেদন করতে পারবেন। এছাড়াও জন্ম নিবন্ধন সংশোধন করতে কি কি লাগে উক্ত বিষয়েও আপনার বিস্তারিত জানতে পেরেছেন। অনেক সময় এমন সংক্ষেপ আর্টিকেল থেকে পরিষ্কার তথ্য পাওয়া যায় না তাই আবেদন করার সময় সরাসরি ইউটিউব ভিডিও দেখে নিতে পারেন। এতে আপনার বুঝতে আর কোথাও সমস্যা হবে না। এছাড়াও কোনো প্রশ্ন থাকলে আমাদেরকে কমেন্ট করে জানান।